গড়িয়া থেকে স্যাট করে চলে যাবেন এয়ারপোর্ট, নোয়াপাড়া থেকে ট্রায়াল সম্পন্ন করল মেট্রো

Published on:

kolkata airport metro

শ্বেতা মিত্র, কলকাতা: নতুন বছরে কলকাতা মেট্রোর (Kolkata Metro) মুকুটে জুড়ল আরও এক নতুন পালক। কলকাতা মেট্রো তরফে অবশেষে সেই কাজ করা হলো যার জন্য দীর্ঘ অপেক্ষা করছিলেন কলকাতাবাসী। অবশেষে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট এবং এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া অবধি ছুটলো মেট্রো। হ্যাঁ ঠিকই শুনেছেন। এই কলকাতা মেট্রোরে এহেন পদক্ষেপের জেরে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আনন্দের সৃষ্টি হয়েছে। নতুন বছরের শুরুতেই মেট্রো তরফে দেওয়া এটা সেরা উপহার সেটা বলাই বাহুল্য। আরও বিশদে যন্ত্র চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

নোয়াপাড়া থেকে বিমানবন্দর অবধি ছুটল মেট্রো

WhatsApp Community Join Now

শুক্রবার হলুদ লাইনের নোয়াপাড়া-জয় হিন্দ বিমান বন্দর বিভাগে প্রথম পূর্ণাঙ্গ ট্রায়াল রান হল। আর এর মাধ্যমে বিমানবন্দরের সঙ্গে মেট্রো যোগাযোগ জোরদার হয়ে গেল। অর্থাৎ সেই দিন আরও বেশি হয়তো দূরে নেই যখন একটি মেট্রো করেই সহজেই আপনিও বিমানবন্দরে পৌঁছে যেতে পারবেন।

আসলে এই হলুদ লাইনটি নোয়াপাড়া-বারাসাত অবধি তৈরী হচ্ছে। এখনো অবধি এই বিভাগের অনেকে কাজ বাকি আছে যা কিনা নির্মাণাধীন। প্রকল্পের প্রথম পর্যায়ে চারটি স্টেশন রয়েছে- নোয়াপাড়া, দমদম সেনানিবাস, যশোর রোড এবং জয় হিন্দ বিমান বন্দর (বিমানবন্দর)। বিমানবন্দরের বাইরেও তেমন কোনো অগ্রগতি হয়নি।

কী বলছে কলকাতা মেট্রো?

এই বিষয়ে মেট্রোর এক আধিকারিক জানিয়েছেন, “হলুদ লাইনের নোয়াপাড়া-জয় হিন্দ বিমান বন্দর অংশে (৭.০৪ কিলোমিটার) আপ এবং ডাউন লাইনে প্রথম পূর্ণাঙ্গ ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হয়েছে।” দুপুর ১২টা ৯ মিনিটে একটি রেক নোয়াপাড়া থেকে ছেড়ে দুপুর ১২টা ৩১ মিনিটে জয় হিন্দ স্টেশনে পৌঁছায়।

আরও পড়ুনঃ কর্মী থেকে পেনশনভোগীদের সুখবর দিল EPFO

এরপর এটি ফেরার পথে রেকটি জয় হিন্দ স্টেশন থেকে দুপুর ১:৫৭ মিনিটে যাত্রা শুরু করে এবং ২:২১ মিনিটে নোয়াপাড়া স্টেশনে পৌঁছায়। জানা গিয়েছে, ট্রায়াল রানের সময় মেট্রোর জেনারেল ম্যানেজার উদয় কুমার রেড্ডি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সঙ্গে থাকুন ➥
X