নোয়াপাড়া থেকে বিমানবন্দর অবধি প্রথম ট্রায়াল সম্পন্ন, সুখবর দিল মেট্রো

Published on:

noapara to airport metro

শ্বেতা মিত্র, কলকাতাঃ কথা রাখল কলকাতা মেট্রো (Kolkata Metro)। নোয়াপাড়া থেকে বিমানবন্দর অবধি অবশেষে ছুটল মেট্রো। হ্যাঁ ঠিকই শুনেছেন। কলকাতা মেট্রোর ইয়েলো লাইনের নোয়াপাড়া-বিমানবন্দর শাখায় প্রথম ট্রায়াল রান শনিবার সফলভাবে সম্পন্ন হল। ইতিমধ্যে এই কাজের আপডেট দিয়েছে কলকাতা মেট্রো। এদিকে কলকাতা মেট্রোর এহেন উদ্যোগ দেখে খুশিতে ডগমগ শহরের মানুষ। অর্থাৎ এবার একটা মেট্রো করে বা ব্রেক জার্নি করে অনায়াসেই পৌঁছানো যাবে বিমানবন্দর।

সফল ট্রায়াল রান

কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, শনিবার বিকেল ৪টে ২০ মিনিটে নোয়াপাড়া থেকে শুরু হওয়া এই ট্রায়ালে নজরদারি চালান মেট্রো রেলের চিফ ইঞ্জিনিয়ার (কনস্ট্রাকশন) দেবিন্দর কুমার এবং মেট্রো রেলের উচ্চপদস্থ আধিকারিক। এই ট্রায়াল রানের প্রাথমিক লক্ষ্য ছিল ৬.২৫ কিলোমিটার প্রসারিত ট্র্যাক, তৃতীয় রেল এবং অন্যান্য সিস্টেমের প্রস্তুতির মূল্যায়ন করা। সেইসঙ্গে এটি নিশ্চিত করা যে অপারেশনগুলির জন্য সমস্ত সুরক্ষা ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা।

নোয়াপাড়া মেট্রো স্টেশন

নোয়াপাড়া মেট্রো স্টেশনটি ব্লু লাইন (নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর) এবং আসন্ন হলুদ লাইনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিনিময় পয়েন্ট হিসাবে কাজ করবে। আগামী ১৬ ডিসেম্বর মেট্রো রেলের জেনারেল ম্যানেজারের আনুষ্ঠানিক পরিদর্শনের প্রস্তুতির অংশ হিসেবে এই পরীক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে৷

নতুন বিভাগটি কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার যাত্রীদের জন্য বিমানবন্দরে যাতায়াতের উল্লেখযোগ্য উন্নতি ঘটাবে বলে আশা করা হচ্ছে৷ নোয়াপাড়া-বিমানবন্দর প্রসারিত, হলুদ লাইনের বৃহত্তর ১৮.১৩ কিলোমিটার সম্প্রসারণের অংশ, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে চালু করা হবে বলে আশা করা হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যেই এই নতুন মেট্রো পরিষেবা পেয়ে যাবেন সাধারণ মানুষ বলে আশা করা হচ্ছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥