সিভিক ভলেন্টিয়ারের পোশাক পরে তৃণমূল নেতার বাড়ি থেকে ফ্যান, চেয়ার চুরি

Published on:

Trinamool leader's house robbed by man dressed as civic volunteer

সৌভিক মুখার্জী, কলকাতা: হাওড়ার বেলুড় এলাকায় এক অবিশ্বাস্য চুরির ঘটনা ঘটেছে। সিভিক ভলেন্টিয়ারের (Civic Volunteer) পোশাক পরে এক ব্যক্তি চুরি করেছেন। তাও তৃণমূল নেতার বাড়ি থেকে। হ্যাঁ ঠিক শুনেছেন। তৃণমূল নেতা তথা হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য রিয়াজ আহমেদের বাড়ি থেকে ফ্যান এবং চেয়ার চুরির ঘটনা সামনে এসেছে। এই ঘটনাকে নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

সিসিটিভি ফুটেছে প্রকাশ্যে রহস্যময় চোর

ঘটনাটি ঘটে সোমবার সকালে বেলুড়ের ভোটবাগান এলাকায়। বাড়ির সিসিটিভি ফুটেছে ধরা পড়েছে সেই চুরির দৃশ্য। দেখা যাচ্ছে এক ব্যক্তি সিভিক ভলেন্টিয়ারের পোশাক পরে বাড়ির দোতলা থেকে স্ট্যান্ড ফ্যান নিয়ে নামছে। এরপর তিনি পার্টি অফিস থেকে বেশ কয়েকটি প্লাস্টিকের চেয়ার বের করছেন। ঘটনার সময় বাড়িতে উপস্থিত ছিলেন রিয়াজ আহমেদের মা।

কিন্তু জানলে অবাক হবেন, সেই চোর খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, “দাদা এগুলো নিতে বলেছেন।” আর এই কথা শুনে বাড়ির কেউ সন্দেহ করেনি। এখানে দাদা বলতে রিয়াজ আহমেদের কথা বুঝিয়েছে। এরপর ওই ব্যাক্তি স্থানীয় কয়েকজনকে ডেকে টোটোতে করে ফ্যান এবং চেয়ারগুলি নিয়ে ওখান থেকে চম্পট দেন।

বাড়ি ফিরেই সন্দেহ

যখন দুপুরবেলা রিয়াজ আহমেদ বাড়ি ফিরে এই ঘটনা শোনেন, তখন তার চক্ষু চড়কগাছ। এরপর সিসিটিভি ফুটেজ দেখেন এবং নিশ্চিত হন যে, তার বাড়ি থেকে চুরি হয়েছে। তৎক্ষণাৎ তিনি বেলুড় থানায় অভিযোগ দায়ের করেন।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

তদন্ত নেমেছে পুলিশ

এই চুরির পদ্ধতি দেখে পুলিশের মনেও সন্দেহ জেগেছে। আসলে এই ব্যক্তি কি সত্যিই একজন সিভিক ভলেন্টিয়ার, নাকি ছদ্মবেশে এসেছে? আগে থেকে কি চোর বাড়ির পরিস্থিতি জানতো? পুলিশ ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং চোরের পরিচয় জানার চেষ্টা চলছে। 

আর এই ঘটনাটি সাধারণ চুরির থেকে অনেকটাই আলাদা। কারণ চোর নিজের ছদ্মবেশে এবং বুদ্ধি খাটিয়ে সবাইকে কার্যত বিভ্রান্ত করেছেন। সিভিক ভলেন্টিয়ারের পোশাক পরে তৃণমূল নেতার বাড়ি থেকে সরাসরি চুরি করা এক বিরলতম ঘটনা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥