সময়ের আগে গড়াল চাকা, এসপ্ল্যানেড-শিয়ালদা লাইনে বড় সফলতা পেল কলকাতা মেট্রো

Published on:

esplanade sealdah metro

শ্বেতা মিত্র, কলকাতাঃ আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, ব্যস তারপরেই একটা মেট্রোতেই এসপ্ল্যানেড থেকে সোজা যাওয়া সম্ভব হবে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মেট্রো করে। বিশেষ করে বৌবাজার। আর দীর্ঘক্ষণ ধরে বাসের জন্য দাঁড়িয়ে থাকতে হবে না। এমনিতে মেট্রোর তরফে জানানো হয়েছিল যে বউবাজার অংশে যে জায়গায় সব থেকে বেশি সমস্যার মুখে পড়তে হয়েছিল কলকাতা মেট্রোকে সেখানেই লাইন পাতার কাজ শেষ হয়েছে। তবে এবার সেই কাজে আরও এক বড় আপডেট প্রকাশ্যে উঠে এল। এবার নতুন করে সফল হল ট্রায়াল রান। ট্রায়াল রান হয়েছে দীর্ঘ প্রতীক্ষিত বৌবাজার অংশেও। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বড় সাফল্য মেট্রোর

মঙ্গলবার কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি ইস্ট-ওয়েস্ট করিডরের এসপ্ল্যানেড-শিয়ালদহ সেকশনে ট্রলির মাধ্যমে সার্ভে করেন। ইস্ট-ওয়েস্ট করিডর বা গ্রিন লাইন পুরোপুরি চালু হলে হাওড়া ময়দানের সঙ্গে সল্টলেক সেক্টর ফাইভের সংযোগ স্থাপন করবে। এটি বর্তমানে দুটি বিচ্ছিন্ন বিভাগে চালু রয়েছে – হাওড়া ময়দান-এসপ্ল্যানেড এবং শিয়ালদহ-সেক্টর ৫, এসপ্ল্যানেড-শিয়ালদহ অংশে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ হচ্ছে।

কী বলছে কলকাতা মেট্রো?

কলকাতা মেট্রোর এক মুখপাত্র জানিয়েছেন, বাস্তবায়নকারী সংস্থা কেএমআরসিএল-এর বেঁধে দেওয়া সময়সূচির একদিন আগেই হাওড়াগামী সুড়ঙ্গের ট্রলি পরিদর্শন করেন রেড্ডি। পরিদর্শনটি একটি মাইলফলক চিহ্নিত করেছে, যা টানেলের ট্র্যাক-পাতার কাজ সমাপ্তির ইঙ্গিত দেয়। উদয় কুমার রেড্ডি মাইলফলক অর্জনে কেএমআরসিএলের প্রচেষ্টার প্রশংসা করেছেন এবং কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন, পুরো গ্রিন লাইনটি তাড়াতাড়ি চালু হওয়ার আশা করছেন। গত ৯ নভেম্বর উদয়কুমার রেড্ডি বউবাজারের যে জায়গায় অবনমনের ঘটনা ঘটেছিল তা পরিদর্শন করেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group