জোড়া AC লোকাল নামছে শিয়ালদহ ডিভিশনে! কত হবে ভাড়া? দেখুন তালিকা

Published:

AC Local Train
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন গরমের দাপট যেন হু হু করে বাড়ছে। আর সেই সঙ্গে বেড়ে চলেছে অফিস যাত্রী থেকে শুরু করে স্কুল-কলেজ পড়ুয়া যাত্রীদের হাহাকার। আর সবথেকে কষ্টকর সময় দিনের বেলা বাস বা ট্রেনের যাত্রা। বিশেষ করে শিয়ালদহ বিভাগের যাত্রীদের রীতিমত কালঘাম ছোঁটার মতো অবস্থা।

কিন্তু এবার এই সমস্যার সমাধান করেছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। জানা যাচ্ছে, শিয়ালদা লাইনে খুব শীঘ্রই চালু হতে চলেছে এসি লোকাল ট্রেন (AC Local Train)। তাও একটি নয়, একেবারে জোড়া লোকাল। ইতিমধ্যেই জোরকদমে রেল এর প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে জানেন এই ট্রেনের ভাড়া কত হবে? জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।

মুম্বাই এবং চেন্নাইয়ের পর এবার বাংলায় এসি লোকাল ট্রেন!

আসলে এসি লোকাল ট্রেনের সুত্রপাত মুম্বাই থেকে। তবে তা খুব শীঘ্রই দক্ষিণ ভারতে ছড়িয়ে পড়েছে। আর সম্প্রতি দক্ষিণ রেলওয়ের চেন্নাই বিভাগে প্রথম এসি ইএমইউ লোকাল ট্রেন চালু করা হয়েছে, যা চেন্নাই সমুদ্রসৈকত থেকে চেঙ্গালপাট্টু রুটে চলছে। এর ফলে নিত্যযাত্রীদের মধ্যে আনন্দের ঝড় বইছে। আর এই সাফল্যের গতি এবার বাংলায়ও আসতে চলেছে।

পূর্ব রেলের পরিকল্পনা

পূর্ব রেলের সূত্রে জানা গিয়েছে, আপাতত শিয়ালদহ বিভাগে জোড়া এসি লোকাল ট্রেন চালানো হবে। পরে যাত্রীদের চাহিদা অনুযায়ী ট্রেন বাড়ানোর কথা বিবেচনা করা হবে। এও জানা যাচ্ছে যে, শিয়ালদা বিভাগের জন্য দুটি এসি লোকাল ট্রেন ইতোমধ্যেই চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে প্রস্তুত হয়ে গিয়েছে এবং বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা চলছে। আর সবকিছু পরিকল্পনামাফিক চললে খুব শীঘ্রই শিয়ালদহ ডিভিশনে এসি লোকাল ট্রেন চালু করা হবে।

আরও পড়ুনঃ নতুন রেলপথ পাচ্ছে বাংলা? বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

এসি লোকাল ট্রেনের ভাড়া

এবার সবার মনেই প্রশ্ন আসতে পারে যে, এই ট্রেনের ভাড়া কত হবে? সাধারণ মানুষের সাধ্যের মধ্যে থাকবে তো? লোকাল ট্রেনের মতই কি ভাড়া হবে? তবে জানিয়ে রাখি, এই ট্রেনের ভাড়া লোকাল ট্রেনের তুলনায় অনেকটাই বেশি রাখা হয়েছে। মূলত দূরত্ব হিসেবে ভাড়া নির্ধারণ করা হয়েছে। যেমন- 

  • ০-১০ কিমি: ৪০ টাকা
  • ১১-২০ কিমি: ৬০ টাকা
  • ২১-৩০ কিমি: ৮০ টাকা
  • ৩১-৪০ কিমি: ১০০ টাকা
  • ৪১-৫০ কিমি: ১২০ টাকা
  • ৫১-৬০ কিমি: ১৩৫ টাকা
  • ৬১-৭০ কিমি: ১৪৫ টাকা
  • ৭১-৮০ কিমি: ১৫৫ টাকা
  • ৮১-৯০ কিমি: ১৬৫ টাকা
  • ৯১-১০০ কিমি: ১৮০ টাকা

আর এই এসি লোকাল ট্রেন একবার চালু হলে গরমের দিনে যাত্রীদের ভোগান্তির দিন শেষ হবে। পাশাপাশি আরামদায়ক যাত্রা করা যাবে বিলাসবহুল এই ট্রেনে। শিয়ালদহ বিভাগের যাত্রীরা এখন এই নতুন পরিষেবার অপেক্ষাতেই দিন গুনছেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join