এবার আরামবাগ, টোটোতে দুই কিশোরীর সঙ্গে যা ঘটল! শিউরে উঠছেন সবাই

Published on:

arambagh,

প্রীতি পোদ্দার, আরামবাগ: সমাজ প্রতিনিয়ত উন্নতির পথে এগিয়ে যেতে থাকলেও মহিলা সমাজের অবস্থা অত্যন্ত শোচনীয়। প্রতিদিন প্রতি ঘণ্টায় কোন না কোন মহিলা নির্যাতনের শিকার হয়েই চলেছে। বাচ্চা থেকে বুড়ো কারোরই রেহাই নেই। প্রশাসন এই ব্যাপারে এগিয়ে এলেও কোথাও না কোথাও ফাঁক থেকেই যাচ্ছে। যার উদাহরণ আমরা আরজিকর, কৃষ্ণনগর ইত্যাদি। আর এই আবহে আরামবাগে ফের হেনস্থার শিকার হতে হল দুই ছাত্রীকে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ঘটনাটি কী?

গতকাল অর্থাৎ শুক্রবার বিকেলে আরামবাগের পারুল এলাকার বাসিন্দা নবম শ্রেণির দুই ছাত্রী টিউশন পড়তে বেরিয়েছিল। তারা একটি টোটোয় চেপে গন্তব্যে পৌঁছনোর সময় দুই অপরিচিত যুবক ওই টোটোতে ওঠে বলে অভিযোগ। এরপর ওই দুই যুবক দুই ছাত্রীকে ভয় দেখানো শুরু করে। হেনস্থার শিকার হওয়াএক ছাত্রী বলে, ‘আমাদের বলেছিল তোরা বাসস্ট্যান্ডে যা, না হলে মেরে ফেলব, শ্লীলতাহানি করে দেব।’ এরপর দুই ছাত্রী একটি জায়গায় টোটো থেকে নেমে যায় ও অপর একটি টোটো ধরে বাড়ি ফেরার চেষ্টা করে। কিন্তু সেখানেই ঘটে বিপদ।

সেই সময় আবারও বাসস্ট্যান্ডে দেখা মেলে ওই দুই যুবকের। তারা পড়ুয়াদের ভয় দেখিয়ে ফের টোটো করে নিয়ে যায় চাঁদুর নিমতলার কাছে। সেখানে গিয়ে দুই ছাত্রী চিৎকার চেঁচামেচি করে। গলার আওয়াজে স্থানীয় লোকজন এগিয়ে আসতেই দুই যুবক চম্পট দেয়। এরপর ওই দুই ছাত্রীর মুখ থেকে সমস্ত ঘটনা জানার পরই আরামবাগ থানায় খবর দেওয়া হয়। সেই সময় মহিলা উইনারস টিম সঙ্গে সঙ্গে পৌঁছে যায়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আতঙ্কিত দুই কিশোরী

থানায় লিখিত অভিযোগ দায়ের করার কথা জানিয়েছে দুই ছাত্রীর মা। তবে এই ঘটনা শুধুমাত্র অপহরণের চেষ্টা নাকি অন্য কিছু, তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ। অভিযুক্তদের কোনও খোঁজ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। সিসিটিভি দেখে খোঁজ চালানোর চেষ্টা করছে পুলিশ। তবে এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পরেছে দুই কিশোরীসহ দুই পরিবার।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group