Indiahood-nabobarsho

কলকাতা মেট্রোর মুকুটে নয়া পালক, এল অত্যাধুনিক ‘ডালিয়ান রেক’, কী কী সুবিধা পাবেন যাত্রীরা? 

Published on:

Two new Chinese metro rakes added to Kolkata Metro

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা মেট্রোয় (Kolkata Metro) যুক্ত হচ্ছে নয়া পালক! শীঘ্রই ষষ্ঠ ও সপ্তম রেক হিসেবে দুটি নতুন অত্যাধুনিক রেক নামবে কলকাতা মেট্রোর রাজপথে। সূত্রের খবর, দীর্ঘ অপেক্ষা কাটিয়ে অবশেষে কলকাতায় এসে পৌঁছেছে দুটি চিনা মেট্রো রেক। খোঁজ নিয়ে জানা গেল, সুদূর ডালিয়ান শহর থেকে এই মেট্রো রেক নিয়ে এসেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এই রুটে চলে চিনা মেট্রো রেক

জানিয়ে রাখি, কলকাতা মেট্রোর কবি সুভাষ-দক্ষিণেশ্বর লাইনে ইতিমধ্যেই যুক্ত রয়েছে 5টি চিনা মেট্রো রেক। প্রতিদিন নির্দিষ্ট সময়ে গড়ায় সেই রেকগুলি। অবশেষে কলকাতা মেট্রোর সেই তালিকায় আরও দুটি নতুন রেক যুক্ত হল।

চিনা রেকগুলির বৈশিষ্ট্য

কলকাতায় এসে পৌঁছেছে ঝাঁ চকচকে দুটি চিনা রেক। জানা যাচ্ছে, এই রেকগুলিতে উন্নত এয়ার কন্ডিশনিং, বসার জন্য আলাদা জায়গা ও প্রতিটি কামরায় ঢোকার জন্য বড় মাপের স্লাইডিং ডোরের ব্যবস্থা সহ আরও একাধিক সুবিধা রয়েছে।কলকাতা মেট্রোর একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মেট্রো নেটওয়ার্ক সম্প্রসারণ ও যাত্রীদের চাহিদার কারণে এই নতুন ডালিয়ান রেক দুটি নিয়ে আসা হয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অবশ্যই পড়ুন: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত গায়ক পবনদীপ রাজন, অবস্থা সঙ্কটজনক!

সুবিধা হবে যাত্রীদের

ইতিমধ্যেই কলকাতা মেট্রোর ব্লু লাইনে চলাচল করে চিনা মেট্রোরেক গুলি। এবার সেই তালিকায় আরও দুটি উন্নত প্রযুক্তির রেক যুক্ত হওয়ায় যাত্রীরা আরও উন্নত এবং আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা সঞ্চয় করবেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সেই সাথেই, জোড়া ডালিয়ান রেক কলকাতা মেট্রো নেটওয়ার্কে যাত্রী পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই আশাবাদী কর্তৃপক্ষ। তাছাড়াও নতুন দুই মেট্রো রেকের কারণে যাত্রীসংখ্যা যে আরও বাড়বে তা বলাই বাহুল্য।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group