আরও বাড়ছে আন্দোলনের ধাঁচ, শুক্রবার অর্ধনগ্ন হয়ে মিছিলের ডাক চাকরিহারাদের

Published:

SSC Case
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: যোগ্যতা থাকতেও চাকরি গেল, সম্মান থাকতেও সেটা কেড়ে নেওয়া হলো! এবার অর্ধনগ্ন মিছিল করে দেখাব, এই রাজ্যের সরকার আমাদের ভবিষ্যৎকে কতটা নষ্ট করেছে। হ্যাঁ, এবার বড়সড় বার্তা দিল স্কুল সার্ভিস কমিশনের চাকরিহারারা (SSC Case)। রাজ্যের শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিন ধরেই চলছে দুর্নীতি। আর এবার সেই দুর্নীতির বিরুদ্ধে তারা অর্ধনগ্ন মিছিলে পথে নামছেন। 

সূত্রের খবর, আগামী শুক্রবার শহরের রাজপথে এক বিরাট প্রতিবাদের সাক্ষী থাকবে গোটা বাংলা। এসএসসিতে নিয়োগ দুর্নীতির ফলে চাকরিহারা প্রায় শতাধিক প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা গায়ের জামা ছেড়ে তাদের ক্ষোভ প্রকাশ্যে নিয়ে নামছে। কারণ, তাদের মতে যেভাবে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন তাদের সঙ্গে অনিয়ম করেছে, তা বাংলার শিক্ষা ব্যবস্থার জন্য লজ্জার বিষয়।

চিন্ময়ের মণ্ডলের বক্তব্য

চাকরিহারাদের তরফ থেকে আন্দোলনে চিন্ময় মন্ডল এদিন সাংবাদিক বৈঠকে বলেছেন, আমাদের সহযোদ্ধা প্রবীণ কর্মকারের দুটি কিডনিতেই সমস্যা ছিল। তিনি চিকিৎসা করাতে পারেননি। কারণ হাতে চাকরিও ছিল না, ছিল না কোনও অর্থও। অবশেষে আজ তিনি মৃত্যুর কবলে পড়লেন। আর এই মৃত্যুকে রাজ্য সরকারের দুর্নীতির ফল হিসাবেই দেখছেন তারা। 

মুখ্যমন্ত্রীর কাছে উত্তর চাইতে গিয়েও গ্রেফতার

শুধু মিছিল নয়, বৃহস্পতিবার সকালে আরও এক ঘটনা ঘটে গিয়েছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনের সামনে হাজির হয়েছিলেন 6 জন প্রাক্তন মহিলা শিক্ষক। তাদের প্রশ্ন ছিল, 10 বছর যারা যোগ্যতা প্রমাণ করে পড়িয়েছেন, তাদের কেন আবার পরীক্ষা দিতে হবে? কিন্তু মুখ্যমন্ত্রীর দেখা তো দূরের কথা, অনুমতি না থাকার কারণে তাদের আটক করে নিয়ে যাওয়া হয় কালীঘাট থানায়। 

আরও পড়ুনঃ ভারতের সাথে বিরাট বেইমানি তুর্কির সংস্থার, মেট্রো কর্মীদের ৮০ কোটির বেতন বাকি রেখে চম্পট

মুখ্যমন্ত্রীর বার্তা

মুখ্যমন্ত্রী সম্প্রতি এক সরকারি অনুষ্ঠানে বলেছেন, পরীক্ষা না দিলে চাকরি ফেরানো যাবে না। আর সরকার সুযোগ রাখছে, সেটার সদ্ব্যবহার করুন। আর এই মন্তব্য যেন আগুনে আরও ঘি ঢেলেছে। আন্দোলনকারীরা বলছেন, আমরা অনেকেই অসুস্থ। কেউ অন্তঃসত্ত্বা, আবার কেউ প্রবীণ। তাদের কি আবার নতুন করে পরীক্ষা দেওয়া সম্ভব? 

আর যদি পরীক্ষা একমাত্র পথ হয়, তাহলে কেন যোগ্যদের পথে নামতে হচ্ছে? তাদের বক্তব্য, যারা নিয়ম মেনে পরীক্ষায় বসে চাকরি পেয়েছিলেন, তাদের কেন আবার যোগ্যতা প্রমাণ করতে হচ্ছে? চাকরি ফেরত না দিয়ে কেন আবার পরীক্ষা নেওয়া হচ্ছে? এটি নিছকই অন্যায়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join