মিটছে না কলকাতার যন্ত্রণা! পাম্পিং স্টেশনের ভালভ ফাটায় জলশূন্য একাধিক ওয়ার্ড

Published on:

Kolkata

প্রীতি পোদ্দার, কলকাতা: এখনও দুর্যোগ কাটেনি কলকাতায় (Kolkata)। বেশ কয়েকটি এলাকা আজও জলমগ্ন। এদিকে মঙ্গলবার দুপুরের পর থেকে কলকাতায় আর খুব বেশি বৃষ্টি হয়নি। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, রাতের মধ্যেই সমস্যার সমাধানের চেষ্টা করবেন। সেই অনুযায়ী সকাল হতেই দেখা গেল, জল আগের তুলনায় অনেকটা কমলেও শহরবাসী জলযন্ত্রণা থেকে এখনও পুরোপুরি নিস্তার পাইনি। বিভিন্ন জায়গায় এখনও কোথাও গোড়ালি সমান জল বা কোথাও তার চেয়ে কিছু বেশি। এমতাবস্থায় সঙ্কটের মুখে পড়েছে স্থানীয়দের পানীয় জল সরবরাহ ব্যবস্থা। বাগমারি বুস্টার পাম্পিং স্টেশনের ভালভ ফেটে উত্তর কলকাতার একাধিক ওয়ার্ডে দেখা দিয়েছে পানীয় জলের সঙ্কট।

জলশূন্য হতে চলেছে এলাকাগুলি

দ্য ওয়ালের রিপোর্ট অনুযায়ী, কলকাতা পুরসভা তরফে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ মঙ্গলবার আচমকাই বাগমারি বুস্টার পাম্পিং স্টেশনের ভালভ বিকট শব্দে ফেটে যায়। এই বুস্টার পাম্পিং স্টেশন উত্তর কলকাতার ৪টি ওয়ার্ডের পানীয় জল সরবরাহের কেন্দ্র, তাই সেই বিপত্তির কারণে এবার এলাকাগুলি জলশূন্য হতে চলেছে। যে সকল ওয়ার্ডগুলি পুজোর আগে পানীয় জলের সমস্যায় ভুগতে চলেছে সেগুলি হল ১৩, ১৪, ৩১ ও ৩২ নম্বর ওয়ার্ড। অর্থাৎ উল্টোডাঙ্গা, কাঁকুড়গাছি, বাগমারির মত ঘন জনবসতিপূর্ণ এলাকাগুলি এই ওয়ার্ডের মধ্যে পড়ছে। তাই এই সকল ওয়ার্ডের বাসিন্দাদের আজ সকাল থেকে জল না পাওয়ার আশঙ্কা রয়েছে।

যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ

এদিকে জল না পাওয়ার খবর প্রকাশ্যে আসতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে হাহাকার তৈরি হয়েছে। অনেকেই বলছেন, বুধবার সকালে জল না পাওয়া গেলে নানা সমস্যা হবে। যদিও ভালভ ফেটে যাওয়ায় গতকাল রাতেই পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় হয়েছে কলকাতা পুরসভা। জল সরবরাহ বিভাগের ডিজি সহ অন্যান্য শীর্ষ পদস্থ কর্তারা রাতেই যুদ্ধকালীন পরিস্থিতিতে মেরামতির কাজে হাত দেন। কিন্তু শেষ আপডেট অনুযায়ী তা এখনও সম্পূর্ণ হয়নি। ফলে জল সঙ্কট তৈরি হওয়ার আশঙ্কা প্রবল। এদিকে অনেকেরই বাড়ির রিসার্ভারের পানীয় দূষিত হয়েছে। তাই পানীয় জল বলতে পৌরসভার কলের জলই ভরসা।

আরও পড়ুন: ‘এখানে ব্যবসা করছে আর আধুনিকীকরণ করছে রাজস্থানে!’ CESC-কে তোপ মমতার

প্রসঙ্গত, সোমবার রাতভর বৃষ্টিতে এখনও জলে ভাসছে শহর কলকাতার একটি বড় অংশ। কোথাও হাঁটু সমান জল, তো কোথাও আবার কোমর সমান জল নিয়ে রাস্তায় নেমেছে অনেকেই। হাওড়া এবং শিয়ালদহ উভয় ডিভিশনে রেল লাইনে জল জমে থাকায় সকাল থেকে অনিয়মিত হয়ে পড়ে ট্রেন পরিষেবা। একই অবস্থা মেট্রোতেও। অন্যদিকে অধিকাংশ গুরুত্বপূর্ণ রাস্তা জলের তলায় চলে যাওয়ার কারণে বাস পরিষেবাও মিলছে হাতে গোনা। দিনশেষে তাই ভোগান্তির শিকার সাধারণ যাত্রীরা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥