বাংলার মুকুটে নয়া পালক, এবার হুগলিতে তৈরি হবে বন্দে ভারত স্লিপার, খুলল কারখানা

Published on:

সহেলি মিত্র, কলকাতাঃ আবারও একবার বাংলার মুকুটে নয়া পালক জুড়তে চলেছে। এবার বাংলার বুকে তৈরি হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেসের দীর্ঘ প্রতীক্ষিত নতুন ভার্সেন। আর সেই ভার্সেন হল বন্দে ভারত স্লিপার ট্রেন। সেই দিন হয়তো আর বেশি দূরে নয় যখন দেশের বুকে ছুটতে দেখা যাবে বন্দে ভারত স্লিপার ট্রেনকে। আর নেপথ্যে থাকবে অবশ্যই বাংলা। এখন নিশ্চয়ই ভাবছেন কীভাবে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

বাংলায় তৈরি হবে বন্দে ভারত স্লিপার ট্রেন

বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। আর এই কাজ হচ্ছে বাংলায়। জানা গিয়েছে, এই ট্রেনগুলি যৌথভাবে টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড (টিআরএসএল) এবং ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড (বিএইচইএল) দ্বারা নির্মিত হবে। এই দুটি কোম্পানির সঙ্গে অংশীদারিত্বে, হুগলির উত্তরপাড়ায় অবস্থিত প্লান্টে বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরির জন্য একটি নতুন উৎপাদন ইউনিট চালু করা হয়েছে। এই ইউনিটে প্রায় ৮০টি বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরি করা হবে।

বন্দে ভারত স্লিপার ট্রেনের বিশেষত্ব কী?

১) এটি হবে দেশের প্রথম দীর্ঘ দূরত্বের স্লিপার ট্রেন, যা সেমি হাইস্পিড গতিতে চলবে।

২) যেহেতু স্লিপার, তাই বুঝতেই পারছেন, যাত্রীরা শুয়ে ভ্রমণের সুবিধা লাভ করতে পারবেন, যা এতদিন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে ছিল না।

৩) এই ট্রেনটি একদম দেশীয় প্রযুক্তির ব্যবহার করে তৈরি করা হচ্ছে।

৪) এই ট্রেনে থাকবে স্মার্ট অনবোর্ড সিস্টেম, উন্নত নিরাপত্তা এবং আরামদায়ক আসন

আরও পড়ুনঃ মাত্র ০.০৬% ক্ষতি! পাকিস্তান ব্যবসা বন্ধ করায় চিন্তাই নেই ভারতের, ও দেশে কী কী যায়?

২৪,০০০ কোটি টাকার মেগা চুক্তি

ভারতীয় রেলওয়ে বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরির জন্য হাত মিলিয়েছে TRSL-BHEL। টিআরএসএল-ভেল উত্তরপাড়ার উৎপাদন ইউনিট থেকে ৮০টি বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরি করবে। এই দুটি কোম্পানিই ৩৫ বছর ধরে এগুলো রক্ষণাবেক্ষণ করবে। আনলে হয়তো আকাশ থেকে পড়বেন, বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরির জন্য TRSL-BHEL-কে প্রায় ২৪,০০০ কোটি টাকার একটি চুক্তি দেওয়া হয়েছে।

 

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥