শিয়ালদা থেকে ছুটবে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার, গন্তব্য দিল্লি, বড় ভাবনা রেলের

Published on:

sealdah new delhi vande bharat

সহেলি মিত্র, কলকাতা: বছর ঘুরলেই রয়েছে বিধানসভা নির্বাচন। আর বিধানসভা ভোটের আগে বিরাট রকমের চমক পেতে চলেছেন বাংলার মানুষজন। বিশেষ করে আপনিও যদি ট্রেনপ্রেমী হয়ে থাকেন তাহলে আপনার জন্য রইল এক দুর্দান্ত সুখবর। আসলে ২০২৬ সালের আগেই বাংলায় গড়াতে চলেছে, বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) ট্রেনের চাকা শুনে চমকে গেলেন তো কিন্তু রেলমন্ত্রক সুত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন ধরেই এই ট্রেনের অপেক্ষায় দিন গুনছেন বাংলা সহ দেশের বহু মানুষ। ইতিমধ্যে দেশ জুড়ে দৌড়ে বেড়াচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মত প্রিমিয়াম এবং সেমি হাইস্পিড ট্রেন। তবে এবার দৌড়ানোর বেলা বন্দে ভারত স্লিপার ট্রেনের ।

বাংলায় কবে ছুটবে বন্দে ভারত স্লিপার?

বাংলা সহ দেশের বিভিন্ন প্রান্তের ছুটে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনের সাজসজ্জা থেকে শুরু করে পরিষেবা সবকিছুই সাধারণ মানুষের মনে খুবই ধরেছে। এদিকে এহেন জনপ্রিয়তা দেখে ভারতীয় রেলের তরফে আরো এক ধাপ এগুলো পরিকল্পনা করা হয়েছে আর যেটা হল এই ট্রেনের স্লিপার ভার্সন আনা। নতুন ট্রেন যে আসছে সেই ঘোষণা আগেই করে দিয়েছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শুধুমাত্র তাই নয় ট্রেনের অন্দরের সাজসজ্জা কেমন হবে সেটিরও একটি ঝলক সকলকে দেখিয়েছিলেন। তবে এবার এই ট্রেন শীঘ্রই রেল ট্র্যাকে ছুটতে দেখা যাবে বলে জানা যাচ্ছে। আর তার শুভ উদ্বোধন হতে পারে বাংলা থেকেই।

কোন রুটে ছুটবে বন্দে ভারত স্লিপার?

বাংলার মানুষের মুখে এখন একটাই প্রশ্ন, কোন রুটে এই বন্দে ভারত ট্রেন ছুটবে, হাওড়া নাকি শিয়ালদা নাকি সাঁতরাগাছি থেকে ছুটবে নতুন ট্রেনটি? এই বিষয়ে নাকি রেলের তরফে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যাচ্ছে বন্দে ভারত স্লিপারের দুটি ট্রেন বাংলা থেকে ছাড়া হবে। নয়াদিল্লি-হাওড়া এবং নয়াদিল্লি-শিয়ালদহ, এই দুই জনপ্রিয় রুটে ট্রেন চালাতে পারে রেল।

আরও পড়ুনঃ বাঁকা শটেই বাজিমাত! বাগান তারকা কামিন্সের গোলই ISL সেরা

এখন প্রশ্ন উঠছে যদি এই দুটি নতুন ট্রেন চলে তাহলে রাজধানীর বাজার দখল করে নেবে না তো? দুরন্ত এক্সপ্রেস রাজধানী এক্সপ্রেসের মতো ট্রেন গুলিতে হঠাৎ করে যাত্রী সংখ্যা কমে যাবে না তো? এরকম নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে। রেল বোর্ড সূত্রে খবর, রাজধানী এক্সপ্রেসের যাত্রী পরিষেবায় এর ফলে কোনও প্রভাব পড়বে না।এরই পাশাপাশি আরও তিনটি নয়া রুটে শয়নযানবিশিষ্ট বন্দে ভারত এক্সপ্রেস চালানোর ব্যাপারে চিন্তাভাবনা শুরু করেছে রেলমন্ত্রক। প্রতিটিই নয়াদিল্লি থেকে পরিচালনার কথা প্রথামিকভাবে ভেবে নেওয়া হয়েছে। দিল্লি-শিয়ালদহ এবং দিল্লি-হাওড়া ছাড়াও বন্দে ভারত ‘স্লিপার’ ট্রেনের প্রস্তাবিত আরও তিনটি রুট হল দিল্লি-পুনে, দিল্লি-মুম্বই এবং দিল্লি-সেকেন্দ্রাবাদ। সর্বোচ্চ গতি ১৬০ কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥