ফের টানা ২ দিন বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু্‌, বিকল্প রাস্তার সন্ধান দিল পুলিশ

Published:

vidyasagar setu closed
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি রোজ বিদ্যাসাগর সেতুর (Vidyasagar Setu) ওপর দিয়ে চলাচল করেন? তাহলে আপনার জন্য রইল অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। ফের একবার টানা ২ দিনের জন্য বন্ধ থাকতে চলেছে এই ব্রিজটি। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর এই বিজ্ঞপ্তি দেখে চোখ কপালে উঠেছে সাধারণ মানুষের। আপনিও কি জানতে ইচ্ছুক কবে এবং কতক্ষণ এই ব্রিজ বন্ধ থাকবে? তাহলে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

ফের বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু

কলকাতা পুলিশ জানিয়েছে, পুরনো কাঠামোর কেবল এবং বিয়ারিং মেরামত ও প্রতিস্থাপনের জন্য শনিবার ভোর ৫টা থেকে ৯টা এবং রবিবার বিকাল ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ থাকবে। সেতুটি, যা দ্বিতীয় হুগলি সেতু নামেও পরিচিত, বন্ধ করার প্রয়োজন হবে কাঠামোর স্টে প্রতিস্থাপন এবং তার ধরে রাখার জন্য। পুলিশ জানিয়েছে, আলিপুর থেকে আসা যানবাহনগুলিকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে স্ট্র্যান্ড রোড ধরে আরও উত্তরে হাওড়া ব্রিজের দিকে যেতে নির্দেশিত করা হবে।

বিকল্প রাস্তার সন্ধান দিল পুলিশ

ডাইভারশন পরিকল্পনা অনুসারে, খিদিরপুর রোড থেকে সেতুর দিকে যাওয়া যানবাহনগুলিকে ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে এবং তারপরে হাওড়া ব্রিজে পৌঁছানোর জন্য স্ট্র্যান্ড রোড ধরে যেতে বলা হবে। সার্কুলার গার্ডেন রিচ রোড ধরে দ্বিতীয় হুগলি সেতুর দিকে যাওয়া ছোট এবং ভারী যানবাহনগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জ গেট রোড এবং স্ট্র্যান্ড রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এই প্রসঙ্গে কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মার জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “প্রয়োজনে যানবাহন চলাচলও প্রধান সড়ক দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।”

আরও পড়ুনঃ আপনিও কি রোজ বিদ্যাসাগর সেতুর (Vidyasagar Setu) ওপর দিয়ে চলাচল করেন?

উল্লেখ্য, বিদ্যাসাগর সেতু হল দেশের দীর্ঘতম কেবল-স্থিত সেতু যার ১৫২টি কেবল রয়েছে। উভয় প্রান্তে দুটি করে পিয়ার রয়েছে যা এই কেবলগুলিকে ধরে রাখে। ১৫২টি ওভারহেড কেবলের প্রতিটিতে তিনটি স্তর রয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join