৩ দিন আংশিক বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু! কবে থেকে, বিকল্প রাস্তা কী? জানাল কলকাতা পুলিশ

Published on:

vidyasagar setu

সহেলি মিত্র, কলকাতাঃ বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu) নিয়ে ফের প্রকাশ্যে এল বড় খবর। আপনিও কি রোজ এই সেতুর ওপর দিয়ে যাতায়াত করেন? তাহলে আজকের এই খবরটি রইল শুধুমাত্র আপনার জন্য। জানা গিয়েছে, ফের একবার বন্ধ থাকতে চলেছে সেতু। যে কারণে নতুন করে সাধারণ মানুষের ব্যাপক ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। আগামীকাল ১৩ থেকে ১৫ জুন অবধি বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

ফের টানা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু

জানা গিয়েছে, ১৩ থেকে ১৫ জুন তিন দিন, ভোর ৪.৩০ টা থেকে ৭.৩০ টা পর্যন্ত তিন ঘন্টার জন্য বিদ্যাসাগর সেতুর উভয় পাশে যানবাহনের জন্য বন্ধ থাকবে। এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে বুধবার কলকাতা পুলিশ জানিয়েছে, কাঠামো মেরামতের সুবিধার্থে এই বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে জিরাট আইল্যান্ডের দিক থেকে এজেসি বোস রোড থেকে নেমে বিদ্যাসাগর সেতুর দিকে আসা যানবাহনগুলিকে টার্ফ ভিউ দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজে পৌঁছানো হবে অথবা হেস্টিংস ক্রসিং থেকে ডান দিকে মোড় নিয়ে কেপি রোডের দিকে যাওয়া হবে।

বুধবার হাওড়া পুলিশের ডিসি ট্র্যাফিক সুজাতা কুমারী বীণাপানি এবং কলকাতা পুলিশের ডিসি ট্র্যাফিক ইয়েলওয়াদ শ্রীকান্ত জগন্নাথরাও যৌথ ভাবে সাংবাদিক বৈঠক করে সেতু বন্ধের কথা জানিয়েছেন। ভোর সাড়ে ৪টে থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু বন্ধ থাকবে বলে খবর। কলকাতা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, “কাঠামো মেরামতের সুবিধার্থে যান চলাচল বন্ধ রাখা হবে। ইঞ্জিনিয়াররা বলেছেন যে তিন দিন যানবাহন চলাচল বন্ধ থাকার সময়কালে তারা কাঠামোর স্থায়িত্ব পরীক্ষা করবেন।”

আরও পড়ুনঃ ফের রেকর্ড স্পর্শ করল সোনার দাম, রুপো নিয়ে সুখবর! আজকের রেট

কীভাবে যান চলাচল করবে?

ডাইভারশন পরিকল্পনা অনুসারে, খিদিরপুর থেকে সার্কুলার গার্ডেন রিচ রোড ধরে সেতুর দিকে যাওয়া যানবাহনগুলিকে হেস্টিংস ক্রসিং দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে, যানবাহনগুলি স্ট্র্যান্ড রোড এবং হাওড়া ব্রিজে পৌঁছানোর জন্য সেন্ট জর্জ গেট রোড ব্যবহার করতে পারে। এছাড়া জওহরলাল নেহরু আইল্যান্ডের দিক থেকে কেপি রোড হয়ে যে সমস্ত গাড়ি বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, সেগুলিকে ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে পাঠানো হবে। সেন্ট জর্জেস গেট রোড থেকে স্ট্র্যান্ড রোড হয়ে সেগুলি হাওড়া ব্রিজে যেতে পারবে। এর পাশাপাশি কেপি রোড দিয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসা সব গাড়ি ওয়াই পয়েন্ট দিয়ে ১১ ফারলং গেটের দিকে পাঠানো হবে। সেগুলি রেড রোড হয়ে হাওড়া ব্রিজে যেতে পারবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥