সহেলি মিত্র, কলকাতাঃ নভেম্বর মাসের শুরুতেই বিপত্তি। আবারও একবার বন্ধ থাকতে চলেছে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu)। এবার এক টানা ৮ ঘণ্টা বন্ধ থাকবে কলকাতা শহরের এই বিখ্যাত সেতুটি। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আপনিও কি রোজ এই ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করেন? ভাবছেন কবে বন্ধ থাকবে সেতুর রাস্তা? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।
ফের বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু
জানা গিয়েছে, স্টে এবং হোল্ডিং-ডাউন কেবল প্রতিস্থাপন সহ মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য বিদ্যাসাগর সেতু বন্ধ থাকবে। ইতিমধ্যে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, ২ নভেম্বর, অর্থাৎ আগামীকাল রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বিদ্যাসাগর সেতু সম্পূর্ণ বন্ধ রাখা হবে।
বিকল্প পথ জানাল পুলিশ
এই সময়ের মধ্যে, সেতু বা এর র্যাম্প দিয়ে কোনও যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। এজেসি বোস রোড, কেপি রোড, সিজিআর রোড, খিদিপুর এবং সংলগ্ন এলাকা থেকে আসা যানবাহনের জন্য ডাইভারশন রুটগুলি সম্পর্কে ইতিমধ্যে রোডম্যাপ বোঝানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কলকাতাগামী পণ্যবাহী গাড়ি কোলাঘাট বা ডানকুনি দিক থেকে নিবেদিতা সেতু হয়ে শহরে ঢুকবে। সেইসঙ্গে যাত্রীবাহী গাড়ি কলকাতার দিকে যাওয়ার জন্য নিবেদিতা সেতু ও হাওড়া ব্রিজ ব্যবহার করতে পারবে।

তবে এটিই প্রথমবারের মতো বন্ধ নয়; সেতুর রক্ষণাবেক্ষণের জন্য এর আগেও একই রকম অস্থায়ী যান চলাচল বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। পুলিশ যাত্রীদের নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যাসাগর সেতু এড়িয়ে চলার এবং রিয়েল-টাইম ট্র্যাফিক আপডেট, পরামর্শমূলক রুট এবং জরুরি অবস্থার জন্য অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলির দিকে চোখ রাখার আহ্বান জানিয়েছে। দেরি এবং সমস্যা এড়াতে পুলিশ কর্তৃপক্ষ সকলের যাত্রার পরিকল্পনা আগে থেকেই করার পরামর্শ দিয়েছে।












