প্রীতি পোদ্দার, কলকাতা: ফের ৮ বছরের নাবালিকা ধর্ষণের খবর উঠে এল শিরোনামে! ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura) পাত্রসায়র থানা এলাকায়। ধর্ষণের পর খুনের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। নাবালিকার দেহ লোপাট করার খবর জানাজানি হতেই অভিযুক্তকে ঘিরে পিটিয়ে মারল গ্রামবাসীরা। তীব্র চাঞ্চল্য এলাকায়।
ঘটনাটি কী?
ঘটনা সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে ৮ বছরের নাবালিকা বাড়ির বাইরে বেরিয়েছিল। সেই সময় সুযোগ বুঝে অভিযুক্ত যুবক লালুপ্রসাদ লোহার নাবালিকাকে খাবারের লোভ দেখিয়ে ডেকে নিয়ে যায়। তারপর পাশের জঙ্গলে রাতের বেলায় নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে। পাশাপাশি অভিযোগ ওঠে সেই ছোট্ট প্রাণের ওপর পাশবিক অত্যাচার চালানোর পর গলায় ফাঁস লাগিয়ে খুনও করে অভিযুক্ত। এবং দেহ লোপাটের জন্য গর্ত খুঁড়তে গিয়ে হাতে নাতে ধরে ফেলে গ্রামবাসীরা।
অভিযুক্তকে গণধোলাই গ্রামবাসীর
এই প্রসঙ্গে স্থানীয়দের দাবি, আশেপাশের লোকেরা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে অভিযুক্ত যুবক লালুপ্রসাদ লোহার গর্ত খুঁড়ছে, তাঁকে ধরে ফেলতেই সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সেই চেষ্টা বৃথা যায়, তাকে হাতেনাতে ধরে ফেলেন গ্রামবাসী। এরপর পাশের জঙ্গলেই নাবালিকার দেহ দেখতে পায় স্থানীয়রা। তারপর ক্ষিপ্ত জনতা লালুপ্রসাদকে গণধোলাই দিলে সেই স্থানেই মৃত্যু হয় অভিযুক্তের। আর এই ঘটনায় রীতিমত রণমূর্তি আকার ধারণ করেছে গোটা গ্রাম।
গোটা ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক
এরপর ধর্ষণকাণ্ডের এই খবর পাত্রসায়র থানায় পাঠানো হলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। কোনো রকমে এলাকার গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ প্রশাসন এবং নাবালিকা ও যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এই প্রসঙ্গে নির্যাতিতার বাবা বলেন, “বৃষ্টির পর মেয়ে বাড়ির বাইরে বেরিয়েছিল। তারপর ওকে খুঁজে পাচ্ছিলাম না। আমার সব শেষ হয়ে গেল।” এদিকে বাঁকুড়ার এই নাবালিকা ধর্ষণের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
আরও পড়ুন: কমল বৈধতা! কোটি কোটি গ্রাহকদের বিরাট বিরাট ঝটকা দিল Jio, Airtel, Vi
তৃণমূলের তরফে জানা গিয়েছে অভিযুক্ত মৃত যুবক বিজেপির সক্রিয়কর্মী। সেখানকার তৃণমূলের বিষ্ণুপুর জেলা সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্তের দাবি, “লালুপ্রসাদ লোহার ছিলেন বিজেপি কর্মী। ২০২১ সালে গেরুয়া শিবিরের হয়ে ভোটের ময়দানে সে নেমেছিল। আগেও মহিলাঘটিত অপরাধে তার নাম জড়িয়েছিল। আর আজ নাবালিকা কন্যা বিজেপি কর্মীর লালসার শিকার হল ।” যদিও বিজেপির তরফ থেকে এই বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।