মুর্শিদাবাদের স্কুলে বাইক বাহিনীর দাপট! ভাইরাল ভিডিও দেখে নিন্দার ঝড় বাংলাজুড়ে

Published on:

Bike Stunt In Government School

প্রীতি পোদ্দার, কলকাতা: অনেক সময়, রাস্তা দিয়ে সাঁই সাঁই বেগে ঝড়ের গতিতে অনেকেই মোটরবাইক চালিয়ে চলে যায়। আবার কেরামতি দেখাতে অনেকেই মাঝরাস্তায় ভয়ানক স্টান্ট দেখায়। এমন ধরনের অনেক ঘটনা যেমন সামনাসামনি নজরে আসে ঠিক তেমনই আবার এই ধরনের ঘটনা সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিও সূত্রে দেখা যায়। তবে এবার বাইক নিয়ে স্টান্ট করতে দেখা গেল শিক্ষা প্রতিষ্ঠানে, যা দেখে চোখ কপালে উঠল সকলে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ভাইরাল ভিডিও

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, একটি সরকারি স্কুলে দুই যুবক বাইক নিয়ে স্টান্ট করার চেষ্টা করছিল। রীতিমত স্কুলের মত এক শিক্ষা প্রতিষ্ঠানে এইরূপ আচরণ সকলকে চমকে দিয়েছিল। বাইক নিয়ে কেরামতি দেখানোর সময় আশেপাশে দেখা যায়নি কোন শিক্ষক-শিক্ষিকা এবং প্রধান শিক্ষককে। যার ফলে স্কুলের ভেতরে তাদের এই কার্যকলাপ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। শুরু হয় একাধিক সমালোচনা। ভিডিওতে দাবি করা হয়েছে যে, মুর্শিদাবাদের হিজল উচ্চ বিদ্যালয়ের ঘটনা এটি। যদিও আমাদের পক্ষ থেকে ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

নেটিজেনদের প্রতিক্রিয়া

এক জন সমাজমাধ্যম ব্যবহারকারী এই ভিডিও প্রসঙ্গে মন্তব্য করেছেন ‘‘কী ভাবে এরা বাইক চালানোর লাইসেন্স পান স্কুলের মধ্যে?’’ আরেকজন লিখেছেন দিনের পর দিন এইভাবেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো সমস্ত মান সন্মান হারিয়ে ফেলবে। ইতিমধ্যেই ভাইরাল এই ভিডিওটি স্কুলের কর্তৃপক্ষের নজরে এসেছে। জানা গিয়েছে ভিডিও ফুটেজ খতিয়ে দেখে খুব শীঘ্রই তারা এই ঘটনার তদন্ত করবেন।

আরও পড়ুন: অযোগ্যদের পাশে দাঁড়ানোই হল কাল! হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে SSC

প্রসঙ্গত, দিনের পর দিন শহর এবং শহরতলীতে একের পর এক বাইক দুর্ঘটনার খবর উঠে আসছে খবরের শিরোনামে। ট্র্যাফিক পুলিশের তরফে একের পর এক পদক্ষেপ নেওয়া হলে কোনো কিছুতেই বাইকের গতিবিধি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না, যার জেরে এই পরিণতি। আর এমতাবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানে এইরূপ বাইক নিয়ে আচরণ সত্যিই লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজ্যের শিক্ষাব্যবস্থায়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group