বৈশাখী মণ্ডল, মালদাঃ এখন প্রতিটা এলাকায় এতো বেশি বিরিয়ানির (Biryani) দোকান হয়ে গেছে। আর সাথে মানুষের এখন বিরিয়ানির চাহিদাও দিন দিন বেড়েই চলেছে। সম্পৃতি একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে। সেই ভিডিওর ভিত্তিতে বলা হচ্ছে। পাড়াতে অনেক কুকুরই বসবাস করতো। কিন্তু পাড়ার লোক কিছুদিন যাবত লক্ষ্য করছেন যে, যতদিন যাচ্ছে পাড়ায় কুকুরের সংখ্যা কমতে শুরু করেছে।
এলাকাবাসী বিষয়েটা খতিয়ে দেখার জন্য রাত জাগা শুরু করলেন। তখন তারা দেখলেন পাড়াতে ঘুরছে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। তিনি পাড়ার বাসিন্দা নন। কিন্তু তিনি নিয়মিত কুকুরদের রাতে বিস্কুট খাইয়ে তার সঙ্গে নিয়ে যেতেন। বেশ কিছুদিন নজর রাখার পর একদিন এক দম্পতি ঐ অচেনা ব্যক্তির পিছনে বাইক নিয়ে ফলো করেন। এবং তারা দেখেন ঐ অচেনা ব্যক্তির কোলে একটা কুকুর। ঐ দম্পতি সেই অচেনা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে মানুষটি কোনো রকম উত্তর না দিয়ে পালিয়ে যান। দাবি করা হচ্ছে মালদহ টাউনের রবীন্দ্র অ্যাভিনিউয়ের ঘটনা এটি।
এখন ঐ ব্যক্তিগুলো অনুমান অনুযায়ী, কুকুরটিকে জবাই করার জন্যই নিয়ে যাচ্ছিল সেই অচেনা মানুষটি। যেহেতু রাস্তার কুকুরের দিকে খুব একটা নজর কেউ রাখেনা। সেই সুযোগ নিয়ে এলাকা থেকে কুকুরগুলোকে নিয়ে যায় তাঁরা। তারপর কুকুরগুলোকে জবাই করে সেই মাংস বিরিয়ানিতে ব্যবহার করা হয়।
দেখেও চুপ সিভিক ভলান্টিয়ার
দম্পতি এইটাও বলেন যে ঐ অচেনা ব্যক্তি যখন কুকুরটিকে নিয়ে যাচ্ছিল তখন পাশে একটা সিভিক ভলান্টিয়ার দাঁড়িয়ে ছিলেন। এবং সে সেটা দেখেও কিছু বলেননি। এখন দম্পতি এইটাই চায় যাতে এই বিষয়েটি পুলিশ খতিয়ে দেখেন। ফেসবুকে ভিডিওটা ভাইরাল হতেই পশু প্রেমিরা এই বিষয়ে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যদিও ইন্ডিয়া হুডের পক্ষ থেকে সেই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি।
ফেসবুকে ভাইরাল ভিডিও
অপরদিকে ভিডিওটি ফেসবুকে পোস্ট হবার পরেই ভিডিওটিতে দেখা যাচ্ছে দম্পতি ঐ অচেনা মানুষটির পরিচয় জানতে চাইছে। কিন্তু মানুষটি উল্টে কোনো কথা বলেননি। কোলের কুকুরটিকে নিয়ে জোরে হাঁটতে শুরু করেন। পরে দম্পতি তার পিছু নেওয়া শুরু করলে সে কোল থেকে কুকুরটিকে নামিয়ে পালিয়ে যান।