বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলার বুকে উড়ল পাকিস্তানের পতাকা! এমনটাই অভিযোগ কুলটির বরাকর করিমডাঙ্গা এলাকার গেরুয়া শিবিরের। সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে (Viral Video) দেখা গিয়েছে, এক যুবক করিমডাঙ্গার একটি জিও টাওয়ারে উঠে চাঁদ তারাযুক্ত সবুজ রঙের একটি পতাকা ওড়াচ্ছেন।
ভিডিওটিতে স্পষ্ট দেখা যায়, টাওয়ারের মাথায় উঠে ওই যুবক পতাকা হাতে দাঁড়িয়ে। আর তা নিয়েই বিজেপির সন্দেহ, সেটি পাকিস্তানের পতাকা! ভারতের বুকে দাঁড়িয়ে পাকিস্তানের পতাকা কেন ওড়ানো হল সেই প্রশ্নেই এবার বিক্ষোভ দেখালেন তারা। এদিকে বিতর্কিত পতাকা লাগানোর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
যুবককে গ্রেপ্তারের দাবি বিজেপির
আসানসোলের কুলটির অন্তর্গত বরাকরের করিমডাঙ্গা এলাকার বিজেপি শিবিরের বক্তব্য, করিমডাঙ্গা এলাকার একটি Jio টাওয়ারে চেপে এক যুবক একটি বিবাদিত পতাকা লাগিয়ে দেন। পরবর্তীতে সকালে ওই এলাকার স্থানীয় বাসিন্দারা দেখতে পান, টাওয়ারে পাকিস্তানের পতাকার মতো দেখতে একটি পতাকা উড়ছে।
গেরুয়া শিবিরের বক্তব্য, আদতে সেটি পাকিস্তানের নাকি ইসলাম ধর্মের কোনও পতাকা তা যাচাই করে আগামী 24 ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে হবে পুলিশ প্রশাসনকে। শুধু তাই নয়, জিও টাওয়ারে পতাকা লাগানো ওই যুবকের বিরুদ্ধে তড়িঘড়ি আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি থাকে তাঁকে দ্রুত গ্রেপ্তার করার আবেদন জানিয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা।
এ প্রসঙ্গে, কুলটি ভারতীয় জনতা পার্টির মন্ডল অধ্যক্ষ সঞ্জু দাস জানিয়েছেন, টাওয়ার থেকে নেমে আসার সময় পতাকা ওড়াতে ওড়াতেই সেখান থেকে পালিয়ে যায় ওই যুবক। খোঁজ নিয়েছিলাম তবে যুবকের পরিচয় জানা যায়নি। এদিকে গোটা ঘটনায় ইতিমধ্যেই তদন্তে নেমেছে কুলটি থানার বরাকর ফাঁড়ির পুলিশ।
অবশ্যই পড়ুন: বিদেশের মাটিতে ইতিহাস বদল! কিচি এফসির ম্যাচ থেকেই AFC চ্যাম্পিয়নস লিগে ইস্টবেঙ্গল
প্রসঙ্গত, করিমডাঙ্গার জিও টাওয়ারে সবুজ রঙা যে পতাকাটি উড়তে দেখা গিয়েছে তা দেখতে অনেকটা পাকিস্তানের জাতীয় পতাকার মতোই। ভাইরাল হওয়া ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে, পাক পতাকায় যেমন চাঁদ তারা থাকে ঠিক তেমনই করিমডাঙ্গার ওই পতাকাটিতেও চাঁদ তারা রয়েছে। শুধু তাই নয়, পতাকাটির রঙও পাকিস্তানিদের জাতীয় পতাকার সাথে হুবহু মিলে যায়। স্থানীয়দের একাংশের দাবি, ওই যুবক পাকিস্তানের পতাকা জোগাড় করে সেটি টাওয়ারে টাঙিয়েছিলেন। কিন্তু সবথেকে বড় বিষয় হল, পাকিস্তানের জাতীয় পতাকার বাম দিকে একটি বড় সাদা বর্ডার থাকে। যা এই পতাকায় ছিল না। আসলে ঐ পতাকাটি পাকিস্তানের পতাকার মতো দেখতে হলেও, ওটা আসলে ইসলামিক পতাকা ছিল। আর এই পতাকার সাথে পাকিস্তানের জাতীয় পতাকার সাথে মিল নেই।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |