শ্বেতা মিত্র, কলকাতাঃ দিল্লি মেট্রোর ছায়া যেন এবার কলকাতা মেট্রোতেও (Kolkata Metro)। বেশ কিছু সময় ধরে কিছু না কিছু ঘটনার দরুন দিল্লি মেট্রো শিরোনামে উঠে এসেছে। মেট্রোতেও যে একাধিক কর্মকাণ্ড করা যেতে পারে, তা দিল্লি মেট্রোকে না দেখলে বোঝা যায় না। তবে এবার সেই ঘটনার ছায়াই যেন কলকাতা মেট্রোতে দেখা গেল। তবে ঠিক মেট্রোতে নয়, এক আজব দৃশ্য দেখা গেল কালীঘাট মেট্রো স্টেশনে। এই কালীঘাট মেট্রো স্টেশনটি অত্যন্ত ব্যস্ততম একটি মেট্রো স্টেশন। প্রতিদিন কয়েক হাজার মানুষ এই স্টেশনের উপর দিয়ে যাতায়াত করছেন। তবে সামাজিক মাধ্যমে এই মেট্রো স্টেশনেরই এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে চোখ কপালে উঠেছে সকলের। এই ভিডিওতে একটি যুগলকে চুম্বনরত অবস্থায় দেখা গিয়েছে শুনে চমকে গেলেন তো কিন্তু এটাই সত্যি।
ভাইরাল ভিডিও
ইতিমধ্যে যুগলের চুম্বনরত অবস্থায় থাকা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় তীব্র গতিতে ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি indiahood.in। যদিও মেট্রো স্টেশনের ভাইরাল হওয়া এই ভিডিওতে ঘিরে নেট জগত যেন দু’ভাগে ভাগ হয়ে গিয়েছে। কেউ কেউ বলতে শুরু করেছেন যে নোংরামির একটা শেষ থাকা উচিত তা আবার কেউ কেউ ইতিমধ্যে বলতে শুরু করেছে ‘পেয়ার কিয়া তো ডরনা কিয়া’। যদি এই ভিডিওটি কবে শুট করা হয়েছে আদৌ এটি কলকাতা মেট্রোর কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
ক্ষুব্ধ নেটিজেনরা
এই ঘটনা অনেক নেট নাগরিকই যে পছন্দ করেননি সেটা পরিষ্কার হয়ে গিয়েছে ভাইরাল হওয়া ভিডিওর বিভিন্ন কমেন্ট বক্সের মাধ্যমে। ঘটনাকে ঘিরে অনেকেরই ক্ষোভ রীতিমতো উপচে পড়েছে কমেন্ট বক্সগুলোতে। নেটিজেনদের একাংশ দাবি করেছেন যে প্রকাশ্যে চুমু খেয়ে ঠিক কাজ করেননি যুগল। নেটিজেনদের অপর অংশ অবশ্য তাঁদের পাশে দাঁড়িয়েছেন। তাঁদের দাবি, ভালোবাসা ছড়িয়ে পড়ুক।
একজন ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘কলকাতা তো এদিক থেকে লন্ডন হয়ে গেল।’ একইসুরে অপর এক নেটিজেন বলেন, ‘এদের কিছু বলার নেই জাস্ট।’ এক নেটিজেন আবার বলেন, ‘কলকাতা লন্ডন হয়ে যাচ্ছে।’