প্রীতি পোদ্দার, কোচবিহার: ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যে এখনও ঠিক হয়নি তা বারংবার একাধিক ঘটনার বহিঃপ্রকাশের মাধ্যমেই তা স্পষ্ট হচ্ছে। তবে এই সম্পর্কের অবনতি আজ থেকে নয়। গত ৫ আগস্টের পর থেকে বাংলাদেশ-ভারত সম্পর্ক ক্রমাগত অবনতির দিকে এগোচ্ছে। যার অন্যতম প্রধান কারণ হল, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন। আর এই আবহে ফের ভারতের নামে কুরুচিকর মন্তব্যের অভিযোগ উঠল এক বাংলাদেশীর (Bangladeshi) বিরুদ্ধে। যার ফলে ইমিগ্রেশন চেকপোস্টে এনে ভিসা বাতিল করে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হল।
ঘটনাটি কী?
সূত্রের খবর, বাংলাদেশের এক নাগরিক মহম্মদ আজাদুর রহমান এর ছেলে পড়াশোনা সূত্রে ভারতে রয়েছে। পরীক্ষা শেষ হয়েছে কিছুদিন আগে। তাই গতকাল অর্থাৎ মঙ্গলবার কোচবিহারের চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মহম্মদ আজাদুর রহমান নামে ওই ব্যক্তি ভারতে আসে ছেলেকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশের পর আজাদুর রহমান গাড়ি নিয়ে সমস্যায় পড়েন। আর তখনই মেজাজ হারিয়ে রাগের বশে ভারতের উদ্দেশে কুরুচিকর মন্তব্য শুরু করেন এই ব্যক্তি। আর তাতেই মেজাজ হারায় স্থানীয় বাসিন্দারা।
ভিসা বাতিল বাংলাদেশীর
প্রথমে ভারতের নামে গালাগালি করছিলেন মহম্মদ আজাদুর রহমান নামে ওই ব্যক্তি। এরপর স্থানীয়দের নিয়েও নানা কথা বলেন, তখনই ওই বাংলাদেশিকে কোনও গাড়ির ড্রাইভার, টোটো কেউ তুলতে চায়নি। তাই বাধ্য হয়ে সেই ব্যক্তিকে হেঁটে হেঁটে যেতে হয়। কিন্তু তাতেও জনতার রাগ কমেনি। তারপর এলাকাবাসী তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখনই মেখলিগঞ্জ থানার পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। কোনরকমে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে তাঁকে ইমিগ্রেশন চেকপোস্টে এনে FRO ভিসা বাতিল করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
আরও পড়ুনঃ স্কুল পড়ুয়াদের আধার কার্ড নিয়ে নয়া নির্দেশিকা রাজ্য সরকারের
এদিন মেখলিগঞ্জ থানায় চালকরা অভিযোগ জানান, ভারতে এসে সামান্য গাড়ি নিয়ে ব্যাপক বচসা শুরু করেছিলেন বাংলাদেশি নাগরিক আজাদুর রহমান। তার জেরে দেশ নিয়ে কুমন্তব্য করেছে। শুধু তাই নয়, স্থানীয় যুবকরা সেই ব্যক্তিকে ভুল স্বীকার করতে বলেন। বেগতিক দেখে ওই ব্যক্তি ভুল স্বীকার করে নেয় এবং বাংলাদেশ ফিরে যায়। আরেক স্থানীয় ভারতীয় বাসিন্দা বলেন, “লোকটা শিলিগুড়ি যাবে বলে এসেছে। কিন্তু গাড়ি পাচ্ছিল না। তারপর যে গাড়ি পেয়েছে তার চালকের সঙ্গে তর্কাতর্কি জুড়ে দেয়। তখন আমাদের দেশকে গালিগালাজ করে। সেই সময়ই আমরা ওকে ধরি।”
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।