শ্বেতা মিত্র, কলকাতাঃ ফের একবার বড় সমস্যার মুখে পড়তে চলেছেন কলকাতা শহরবাসী। মূলত জল সমস্যায় ভুগতে চলেছেন সকলে। দীর্ঘ সাড়ে চার বছর পর কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) তরফে এক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেই কাজ হল জল সংক্রান্ত। আপনিও কি কলকাতা শহরের বাসিন্দা? তাহলে জানিয়ে রাখি, আগামী ১৪ ডিসেম্বর শহরে জল পরিষেবা বন্ধ থাকবে। হ্যাঁ ঠিকই শুনেছেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
বন্ধ থাকবে জল পরিষেবা
এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কেন জল পরিষেবা বন্ধ থাকবে? তাহলে জানিয়ে রাখি, টালা জলাধার ও পলতা জল পরিশোধন কেন্দ্রে আমূল সংস্থার কাজ হওয়ার কথা রয়েছে। প্রায় সাড়ে চার বছর পর এই গুরুত্বপূর্ণ দুই জায়গায় সংস্কার কাজে হাত দেবে কলকাতা কর্পোরেশনের পানীয় জল সরবরাহ বিভাগ। যে কারণে প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই কাজ চলার ফলে বন্ধ থাকব পানীয় জল পরিষেবা।
যদিও এখানে একটি বিষয় বলে রাখা জরুরি, সব জায়গায় কিন্তু আবার পরিষেবা বন্ধ থাকবে না। কলকাতা-সহ আশপাশের কিছু এলাকায় জল মিলবে না আগামী শনিবার অর্থাৎ ১৪ ডিসেম্বর। যদিও এহেন ঘটনার জেরে ব্যাপক সমস্যার মুখে পড়বেন শহরবাসী সেটা বলাই বাহুল্য।
ব্যাপক হয়রানির আশঙ্কা
কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, টালা ও পলতা এই দুই জায়গা ও তার মধ্যবর্তী পাইপ লাইনে মেরামতির কাজ চলবে। ফলে কলকাতায় বিচ্ছিন্ন এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। এর পাশাপাশি একাধিক জায়গায ভাল্ব বদল ও একাধিক যন্ত্র মেরামত করা হবে ৷ মূলত জল সমস্যায় ভুগবেন টালা ট্যাঙ্ক এবং পলতার মানুষজন। ১৪ ডিসেম্বর বেলা ১১টা থেকে এই কাজ শুরু হবে। মোট ৭টি ওয়ার্ডে মিলবে না জল।
এই বিষয়ে মেয়র জানান, ‘‘টালা এবং পলতায় জরুরি ভিত্তিতে কিছু মেরামতের প্রয়োজন দেখা দিয়েছে। সেই কারণেই ১৪ তারিখ সকালের জল সরবরাহ করার পর পানীয় জল উৎপাদন এবং সরবরাহ বন্ধ রাখা হবে। তবে ১৫ ডিসেম্বর থেকে ফের নির্বিঘ্নে জল সরবরাহ চালু হবে। আগামী গ্রীষ্মে শহরে টানা পানীয় জল সরবরাহ চালু রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’’