শ্বেতা মিত্র, কলকাতাঃ ফের শিরোনামে উঠে এলে দীঘা (Digha)। আর দীঘা নিয়ে প্রকাশ্যে যা এল তা শুনলে আপনিও হয়তো আঁতকে উঠবেন। জল যন্ত্রণা যে কাকে বলে সেটা মানুষ খুব ভালোভাবেই জানেন। তবে এবার দীঘায় যে পরিমাণে জল যন্ত্রণার ছবি প্রকাশ্যে উঠে এলে তা দেখলে আপনার চোখেও জল চলে আসতে বাধ্য। রীতিমতো প্লাস্টিকের বালতি বাড়িয়ে টিকিট কাটছেন রেল যাত্রীরা। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই দিনের আলোর মতো সত্যি। একের পর এক নিম্নচাপ, ঘূর্ণিঝড় ডানার প্রভাবে বাংলার বহু এলাকায় তছনছ হয়ে যায়। এছাড়া বৃষ্টি তো যেন নাছোড়বান্দা, পিছুই ছাড়তে চাইছে না। তবে দীঘা-তমলুক রেল লাইনে ভয়ানক জল যন্ত্রণার ছবি প্রকাশ্যে আসার পর সকলের চোখ কপালে উঠেছে।
দীঘায় ভয়ানক জল যন্ত্রণা
যারা চণ্ডীপুরের লবণ সত্যাগ্রহ রেল স্টেশনের আশেপাশের এলাকায় থাকেন কয়েকদিনে তাঁদের জীবন রীতিমতো দুর্বিষহ হয়ে উঠেছে। বিশেষ করে যারা রেল যাত্রী তাঁদের সমস্যার শেষ নেই। স্টেশন চত্বরে হাঁটু অবধি নয়তো গোড়ালি অবধি জল জমে গিয়েছে। ট্রেনের টিকিট কাটতে গিয়ে সকলকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। রেল স্টেশন থেকে শুরু করে জাতীয় সড়ক অবধি এই জলযন্ত্রণার ছবি স্পষ্ট। নিত্য ভোগান্তির মুখে কয়েকশো যাত্রী।
টিকিট কাটতে ভরসা বালতি!
আচ্ছা আপনি কি কখনো দেখেছেন টিকিট কাটতে বালতির ওপর ভরসা রাখতে? কিন্তু দীঘা লাইনে বাস্তবেই এই ঘটনা ঘটেছে বিগত কয়েকদিন ধরেই। রেল থেকে শুরু করে স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনোওরকম সুরাহা হয়নি বলে দাবি সাধারণ মানুষের। আর কতদিন এরকম জল যন্ত্রণা সহ্য করতে হবে সেই নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। বৃষ্টি কমলেও এলাকায় বেহাল নিকাশি ব্যবস্থার জন্য চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
প্রতিদিন পচা ও নোংরা জল ঠেঙিয়ে সকলকে যাতায়াত করতে হচ্ছে। সব থেকে হাস্যকর ব্যাপার হলো রেলের টিকিট কাটার জন্য সাধারণ মানুষকে বালতি বাড়িয়ে দেওয়া হচ্ছে। সেই বালতির মধ্যে টাকা রেখে রেল আধিকারিক না নিচ্ছেন তার পরিবর্তে টিকিট দেওয়া হচ্ছে যাত্রীদের।