আর অপেক্ষা নয়, বাংলার DA মামলার শুনানি নিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

Published on:

DA Case in SC

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত প্রায় আড়াই বছর ধরে সুপ্রিম কোর্টে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতার মামলা (DA Case in SC) চলে আসছে। কিন্তু একের পর এক শুনানির দিন এগিয়ে এলেও প্রত্যেকবার মামলা পিছিয়ে গিয়েছে। মোট ১৪ বার পিছিয়েছে এই গুরুত্বপূর্ণ মামলা। এর আগে চলতি বছর গত ৭ জানুয়ারি ডিএ মামলাটি ছিল সুপ্রিম কোর্টের তালিকায়। তবে সেদিনও মামলাটি পিছিয়ে দেওয়া হয়েছিল। যার ফলে সরকারি কর্মীরা বারংবার আশাহত হয়ে পড়ছে। তবে এই আবহে এক খুশির খবর নিয়ে আসল সরকারী কর্মীদের জীবনে। দীর্ঘ দিন অপেক্ষার পর অবশেষে এই মামলার কজ লিস্ট প্রকাশ্যে এল।

অন্য বেঞ্চে উঠল DA মামলা

সম্প্রতি শীর্ষ আদালতের ওয়েবসাইটে ডিএ মামলার তথ্য প্রকাশিত হয়েছে। সূত্রের খবর, আগামী ২৫ মার্চ মামলাটি সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত করা হয়েছে। সেখানকার ১৬ নং কোর্ট রুমে ওঠার কথা এই মামলা। এবং সেদিনের তালিকায় মামলাটি আছে ৪৪ নং ক্রমতালিকায়।আর সেদিন বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মনোজ মিশ্র এই মামলাটি শুনবেন বলে জানা গিয়েছে। এতদিন এই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার মামলা হয়েছে বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি এসএনভাট্টির বেঞ্চে। কিন্তু কিছুদিন আগে হৃষিকেশ রায় অবসর গ্রহণ করেছেন। তাই এবার সেই মামলা অন্য বেঞ্চে হস্তান্তরিত হয়েছে।

মামলা প্রসঙ্গে আশাবাদী কর্মীরা

তবে এবার এই DA মামলা নিয়ে বেশ আশাবাদী সরকারি কর্মীরা। কারণ রাজ্য সরকারি কর্মীদের একাংশের মতে এবারই ডিএ মামলার ফলাফল ঘোষণা হতে পারে। কারণ যেহেতু এই মামলাটি এবার নতুন বেঞ্চে উঠেছে। অন্যদিকে আবার অ্যাডভান্সড লিস্টে ডিএ মামলা রয়েছে। রাজ্য সরকারি কর্মীদের আশা ডিএ মামলা যদি এবার বিচারপতিরা শোনেন তাহলে মামলা শেষ হতে বেশি সময় লাগবে না। এর আগে ২০২২ সালের ২৮ নভেম্বর রাজ্যের ডিএ মামলা প্রথম বার সুপ্রিম কোর্টে উঠেছিল। গত বছর ১ ডিসেম্বর মামলাটির শেষ বার শুনানি হয়েছিল।

আরও পড়ুনঃ অবসর গ্রহণের সময় মাসিক পেনশন ৭৫,০০০ টাকা? OPS-র গণনা সম্পর্কে জানুন

প্রসঙ্গত, কেন্দ্রীয় হারে এবং বকেয়া মহার্ঘ ভাতা বা DA এর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। ২০২২ সালের ২০ মে হাই কোর্ট রাজ্যকে কেন্দ্রের সমতুল ৩১ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয়। সেই সময় হাই কোর্টে জয়ী হয় রাজ্য সরকারি কর্মীদের কনফেডারেশন, ইউনিটি ফোরাম এবং সরকারি কর্মচারী পরিষদ। মানতে পারেনি রাজ্য। তাই হাই কোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। যদিও মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় কয়েক দফায় ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দেখার পালা সুপ্রিম কোর্ট কর দিকে পাল্লা ভারি করে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥