৯ বছর পর উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ! DA, HRA, বেতন সহ মাসে কত পাবেন তাঁরা?

Published on:

6th pay commission

ইন্ডিয়া হুড ডেস্ক: ৯ বছরের অপেক্ষার পর অবশেষে আদালতের ছাড়পত্র মিলতেই উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় গতি আনল রাজ্য সরকার। কমিশনের ঘোষণা অনুযায়ী, শূন্যপদের সংখ্যা ১৪,৩৩৯। তবে আদালতের নির্দেশ অনুসারে, এদিন ১৪ হাজার ৫২ জনের তালিকা প্রকাশ করা হয়েছে SSC এর পক্ষ থেকে। পুজোর আগেই এবার কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

গত ২০১৬ সালে উচ্চ প্রাথমিকে ১৪ হাজার ৩৩৯টি শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রাজ্য সরকার। এরপর সেই বিজ্ঞপ্তির মেধাতালিকা প্রকাশ করা হলে দেখা যায় তাতে ১৪ হাজার ৫২ জনের নাম রয়েছে। কিন্তু এই প্রক্রিয়া নিয়ম বিরুদ্ধ হওয়ায় মামলা জটে আটকে যায়। এর পর ২০২১ সালে SSC জানায় ১ হাজার ৪৬৩ জনকে মেধা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এরপর এই বাদ পড়া পরীক্ষার্থীরা একাধিক মামলা করেন হাই কোর্টে।

হাইকোর্টের নির্দেশে SSC-র প্যানেল প্রকাশ

সেই মামলার শুনানিতে কলকাতা হাই কোর্ট এর বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায় এর ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন যে ওই ১৪৬৩ জনকে বাদ দেওয়া হয়েছিল, তা ঠিক ছিল না। তাই বাদ দেওয়া ১ হাজার ৪৬৩ জনকে নিয়ে ১৪ হাজার ৫২ জনের তালিকা প্রকাশ করতে হবে। শুধু তাই নয়, সময়সীমাও বেঁধে দিয়েছিল উচ্চ আদালত। সেই ডেডলাইনের মধ্যেই এবার প্যানেল প্রকাশ করল SSC। আর প্যানেল প্রকাশেই এবার খুশির হওয়া চাকরিপ্রার্থীদের মনে। এবার দেখার বিষয় কোন শিক্ষক কোন পদে যোগদান করল কত মাসিক বেতন পাবেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, যে সকল শিক্ষক উচ্চমাধ্যমিক স্তরে পড়ান, তাঁদের বেসিক বেতন মাসে ৪২ হাজার ৬০০ টাকা হয়। এছাড়াও তাঁরা ১৪ শতাংশ হারে ৫৯৬৪ DA পাবেন, ১২ শতাংশ হারে ৫১১২ টাকা হাউজ রেন্ট অ্যালাওয়েন্স পাবেন এবং আরও ৫০০ টাকা মেডিক্যাল অ্যালাওয়েন্স পাবেন। আর এই সব কিছুর মধ্যে মাত্র ২০০ টাকা প্রফেশনাল ট্যাক্স হিসেবে কাটলে সব মিলিয়ে তাঁদের বেতন হাতে আসবে ৫৩ হাজার ৯৭৬ টাকা।

উচ্চপ্রাথমিকের শিক্ষকদের বেতন কত?

অন্যদিকে নবম-দশমের শিক্ষক এবং উচ্চপ্রাথমিকের শিক্ষকদের বেসিক মাসিক বেতন হবে ৩৩ হাজার ৪০০ টাকা। তার সঙ্গে ১৪ শতাংশ হারে DA মিলবে ৪৬৭৬ টাকা এবং ১২ শতাংশ হারে হাউজ রেন্ট অ্যালাওয়েন্স আসবে ৪০০৮ টাকা এছাড়াও ৫০০ টাকা মিলবে মেডিক্যাল অ্যালাওয়েন্স। সবমিলিয়ে ২০০ টাকা প্রফেশনাল ট্যাক্স কেটে শিক্ষকদের হাতে বেতন বাবদ মাসে মাসে আসবে ৪২ হাজার ৩৮৪ টাকা।

বেসিক বেতন হিসেবে লাইব্রেরিয়ান পদে নিযুক্ত স্কুল কর্মীরা পাবেন ৩২ হাজার ১০০ টাকা। এদিকে ১৪ শতাংশ হারে তাঁরা DA পাবেন ৪৪৯৪ টাকা, ১২ শতাংশ হারে হাউজ রেন্ট অ্যালাওয়েন্স আসবে ৩৮৫২ টাকা এবং ৫০০ টাকা মিলবে মেডিক্যাল অ্যালাওয়েন্স। সেখান থেকে মাত্র ১৫০ টাকা প্রফেশনাল ট্যাক্স কাটবে। সব মিলিয়ে এই শিক্ষকদের হাতে বেতন বাবদ মাসে মাসে আসবে ৪০ হাজার ৭৯৬ টাকা। প্রাথমিকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা বেসিক বেতন বাবদ পান ২৮ হাজার ৯০০ টাকার পাশাপাশি ১৪ শতাংশ হারে DA এবং ১২ শতাংশ হারে হাউজ রেন্ট অ্যালাওয়েন্স মিলবে। পাশাপাশি ৫০০ টাকা মিলবে মেডিক্যাল অ্যালাওয়েন্স। সেখান থেকে ১৫০ টাকা প্রফেশনাল ট্যাক্স কাটবে। সব মিলিয়ে এই শিক্ষকদের হাতে বেতন বাবদ মাসে মাসে আসবে ৩৬ হাজার ৭৬৪ টাকা।

ক্লার্ক পদে নিযুক্ত কর্মীরা কত টাকা পাবেন?

এছাড়াও প্রাথমিকে প্রশিক্ষণহীন শিক্ষকরা বেসিক বেতন বাবদ পাবেন ২৪ হাজার ৭০০ টাকা। সঙ্গে ১৪ শতাংশ হারে ডিএ, ১২ শতাংশ হারে হাউজ রেন্ট অ্যালাওয়েন্স এর পাশাপাশি ৫০০ টাকা মিলবে মেডিক্যাল অ্যালাওয়েন্স। সেখান থেকে ১৫০ টাকা প্রফেশনাল ট্যাক্স কাটলে হাতে বেতন বাবদ মাসে মাসে মিলবে ৩১ হাজার ৪৭২ টাকা। অন্যদিকে ক্লার্ক পদে নিযুক্ত কর্মীরা বেসিক বেতন পান ২২৭০০ টাকা। এর সঙ্গে ১৪ শতাংশ হারে ডিএ, ১২ শতাংশ হারে হাউজ রেন্ট অ্যালাওয়েন্স এবং ৫০০ টাকা মিলবে মেডিক্যাল অ্যালাওয়েন্স। সেখান থেকে ১৫০ টাকা প্রফেশনাল ট্যাক্স কেটে হাতে বেতন বাবদ মাসে মাসে আসবে ২৮ হাজার ৯৫২ টাকা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group