‘হারবে রাজ্য, ২৫% নয়, দিতে হবে সবটাই’, সুপ্রিম কোর্টে DA মামলার শুনানির আগে বড় দাবি

Published on:

Bengal DA Case

সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার মহার্ঘ্য ভাতা বা DA মামলাকে ঘিরে জলঘোলার শেষ নেই। এই মামলায় সামনে উঠে আসছে একের পর এক চমক। একদিকে যখন পশ্চিমবঙ্গ সরকার জানাচ্ছে সরকার এখনই বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতে পারছে না, ৬ মাস সময় লাগবে। অন্যদিকে সরকারের কাছ থেকে যেনতেন প্রকারে মহার্ঘ্য ভাতা আদায় করতে বদ্ধপরিকর কর্মীরা। তবে এবার সামনে এল আরও বড় তথ্য। আর ২৫ শতাংশ নয়, এবার এক ধাক্কায় ১০০ শতাংশ ডিএ-র দাবি করলেন সরকারি কর্মীরা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এবার ১০০% DA-র দাবি সরকারি কর্মীদের

সুপ্রিম কোর্টের তরফে পশ্চিমবঙ্গ সরকারকে বকেয়া মহার্ঘ্য ভাতার ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ডেডলাইন ছিল ২৭ জুন। তবে পশ্চিমবঙ্গ সরকার সেই নির্দেশ সময়ের মধ্যে পালন করতে ব্যর্থ হয়। সরকারি কর্মীরা আগেই জানিয়েছিলেন যে সরকার যদি ডিএ প্রদান করতে ব্যর্থ হয় তাহলে আদালত অবমাননার মামলা করা হবে। যেমন কথা তেমন কাজ। রাজ্যের বিরুদ্ধে শীর্ষ আদালতেই আদালত অবমাননার মামলা দায়ের করেছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। এতকিছুর মাঝে এবার নতুন করে রাজ্য সরকারের চাপ বাড়ালেন সরকারি আধিকারিকরা।

আরও পড়ুনঃ ফের টান পড়বে পকেটে, ১২ শতাংশ পর্যন্ত রিচার্জের দাম বাড়াচ্ছে Jio, Airtel ও Vi!

কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় ভিডিও বার্তায় দাবি করেছেন, তাঁরা যে বকেয়া ডিএ পাবেন, সে বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী তাঁরা। রাজ্য সরকারি কর্মচারীদের কিছুটা ধৈর্য ধরতে হবে। কিন্তু ডিএ মামলায় যে তাঁরা ফের জয় পাবেন, তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। মিলবে ১০০ শতাংশ টাকা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

৯ জুলাই ধর্মঘটের ডাক

অন্যদিকে আগামী ৯ জুলাই ডিএ মামলায় ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ মিটিয়ে দেওয়া, সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী ডিএ প্রদানের দাবিতে আগামী ৯ জুলাই ধর্মঘটের ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ এবং রাজ্য কো-অর্ডিনেশন কমিটি। সেই মর্মে শুক্রবার সংগ্রামী যৌথ মঞ্চের তরফে মুখ্যসচিব মনোজ পন্তকে চিঠিও পাঠানো হয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group