সহেলি মিত্র, কলকাতাঃ দীর্ঘ টালবাহানার পর অবশেষে বাংলার স্কুলগুলিতে গরমের ছুটি (Summer Vacation 2025) পড়েছে। এদিকে উর্ধ্বমুখী তাপমাত্রার মাঝেই বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টি হচ্ছে জেলায় জেলায়। স্বস্তি ফিরেছে ছোট থেকে বড় সকলের মধ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ৩০ এপ্রিল অর্থাৎ আজ বুধবার থেকে সমস্ত রাজ্য পরিচালিত স্কুল বন্ধ থাকবে। এই সিদ্ধান্ত প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উপর প্রযোজ্য। তবে একটি বিষয় নিয়ে সকলের মাথাব্যাথ শুরু হয়েছে। আর সেটা হল, স্কুল কবে খুলবে? কারণ এই নিয়ে এখনও অবধি কোনও বিজ্ঞপ্তি জারি করে উঠতে পারেনি স্কুল শিক্ষা দফতর।
কবে স্কুল খুলবে?
কবে স্কুল খুলবে? এই সংক্রান্ত কিছু উচ্চবাচ্য করেনি স্কুল শিক্ষা দফতর। এদিকে এই বিষয়ে কোনও ঘোষণা না হওয়ায় বিভিন্ন স্কুল সিঁদুরে মেঘ দেখছে। সকলের এখন একটাই কথা, সিলেবাস কীভাবে শেষ হবে? এ ভাবে অনির্দিষ্ট কালের জন্য ছুটি দিলে পঠনপাঠনের মারাত্মক ক্ষতি হবে। বিশেষ করে, আগামী বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে, তাদের অবস্থা বিশ বাঁও জলে। উচ্চ মাধ্যমিকের নতুন নিয়মে তাদের মূল্যায়ন হবে তৃতীয় ও চতুর্থ সিমেস্টারে। তৃতীয় সিমেস্টার সেপ্টেম্বরে হওয়ার কথা। এর মধ্যে যদি স্কুল না খোলে তাতে করে পড়ুয়াদের বিরাট ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে।
এমনিতে চলতি বছর সময়ের অনেক আগে থেকেই গরমের ছুটির ঘোষণা করেছে সরকার। নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, ‘মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে গ্রীষ্মকালীন ছুটি ঘোষণার স্বাভাবিক রীতির পরিবর্তে, শিক্ষা দফতর প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ৩০ এপ্রিল থেকে ছুটি ঘোষণা করেছে। কবে স্কুল খুলবে এই বিষয়ে পরে নোটিশ জারি করা হবে।’
সরকারের ঘোষণা ঘিরে বিতর্ক
ইতিমধ্যে সরকারের আগেভাগে স্কুল ছুটির ঘোষণাকে কেন্দ্র করে তৈরি হয়েছে যত বিতর্ক। গত ৩ এপ্রিল মুখ্যমন্ত্রী গরমের জন্য ৩০ এপ্রিল থেকে স্কুল ছুটির ঘোষণা করেন। এদিকে মাঝে ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি হয়। এখনও আবার বৃষ্টি হচ্ছে, কমেছে তাপমাত্রা। ফলে এত আগে থেকে সরকার কীভাবে ছুটির দিন এগিয়ে আনল সেই নিয়ে ফিসফাঁস শুরু হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দেন, আবহাওয়ার গতিপ্রকৃতি দেখে স্কুল কবে খুলবে, তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে। এদিকে মাঝে বেশ কিছুটা সময় পেরিয়ে গেলেও স্কুল কবে খুলবে তা নিয়ে ঘোষণা হয়নি। এহেন অবস্থায় সিলেবাস শেষ হবে কি হবে না তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
আরও পড়ুনঃ ফের নবান্ন অভিযানের ডাক বঞ্চিত চাকরিপ্রার্থীদের! পুলিশকে ইমেল করে হুঁশিয়ারি
এদিকে রাজ্য সরকারকে একহাত নিয়েছে ‘শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ’-এর সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী। তিনি বলেন, ‘‘পড়ুয়ারা জিজ্ঞাসা করছে, কবে স্কুল খুলবে? আমাদের কাছে এর কোনও উত্তর নেই। শিক্ষা দফতর স্কুল নিয়ে যে মনোভাব দেখাচ্ছে, তাতে সরকারি স্কুলগুলি আরও বেশি করে রুগ্ণ হয়ে পড়ছে। এ ভাবে চললে সরকারিস্কুল পড়ুয়াদের হারাবে। একেই তো স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষক নেই। তার উপরে অনির্দিষ্ট কালের জন্য ছুটি। কোনও ক্লাসেই শিক্ষকেরা পাঠ্যক্রম শেষ করাতে পারছেন না। পড়ুয়ারা অনেকেই বেসরকারি স্কুলে চলে যেতে চাইছে।’’