প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি বছর যে রেকর্ড হারে গরম পড়বে তা অনেক আগেই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। আর সেটাই ফলতে শুরু করেছে। এবছর শীতের কামড় একদমই অনুভব করেনি রাজ্যবাসী, আর তাই তা নিয়ে বিশাল আফসোস সকলের। বসন্তেও ফাটিয়ে পড়েছিল গরম। রীতিমত তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়েছিল পশ্চিমের জেলাগুলিতে। মার্চ কাটলেও গরমের এই রুদ্র রূপ টের পাওয়া যাচ্ছিল এপ্রিলের প্রথম থেকেই। আর তার জন্যই এবার স্কুলের পড়ুয়াদের জন্য আগেভাগেই গরমের ছুটি ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গরমের ছুটি নিয়ে কী বললেন মমতা?
প্রথমদিকে কোনও লিখিত ঘোষণা না-হলেও সরকারি হিসেব মেনে গরমের ছুটি (Summer Vacation 2025) চলতি বছর ১১ দিন থাকার কথা ছিল সরকারি স্কুলগুলিতে। প্রথমে ১২ মে থেকে চলতি বছরের গরমের ছুটি পড়ার কথা ছিল। কিন্তু চৈত্রের মাঝামাঝি সময় থেকেই রাজ্যে এতটাই অস্বস্তিকর গরম পড়ে গিয়েছিল যে বাধ্য হয়ে সেই গরমের চুরি পড়ুয়াদের জন্য এগিয়ে আনা হল। আসলে দিনের বেলায় প্রখর রোদের কারণে স্কুলে যাতায়াতে সমস্যায় পড়ছে পড়ুয়ারা। অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। তাই এই আবহে গত বছরের মতো এ বারও সেই ছুটি এগিয়ে আনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। নবান্ন থেকে করা সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে আগামী ৩০ এপ্রিল থেকে রাজ্যের প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে যাবে।
এছাড়াও সেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরমের ছুটি প্রসঙ্গে মনে করিয়ে দিয়েছেন এপ্রিলের একাধিক ছুটির কথা। বলেছেন “৩০ এপ্রিল গরমের ছুটি পড়ার আগেও বেশ কিছু ছুটি পাবে পড়ুয়ারা। ১০ এপ্রিল মহাবীর জয়ন্তী, ১৪-১৫ এপ্রিল পয়লা বৈশাখের ছুটি রয়েছে স্কুলগুলিতে। ৩০ এপ্রিল পর্যন্ত মাঝে অনেকগুলি রবিবার রয়েছে।” আসলে গরমে পড়ুয়াদের যাতে কষ্ট না হয়। তার জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার এই গরমের ছুটি প্রসঙ্গে আজ অর্থাৎ এরপর আজ শুক্রবার স্কুল শিক্ষা দফতর নির্দেশ দিয়েছে। যেখানে বলা হয়েছে, আগামী ৩০ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত গরমের ছুটি চলবে।
আরও পড়ুনঃ বলি দিতে যাওয়া পরিবারের গাড়ি পড়ল নদীতে, ৪ জনের মৃত্যু! প্রাণে বাঁচল ‘পাঁঠা’
অতিরিক্ত ক্লাস করানোর নির্দেশ স্কুলগুলিতে
এছাড়াও নির্ধারিত সময়ের আগে গরমের চুরি পরে যাওয়ায় ছাত্র ছাত্রীদের যাতে পড়াশোনায় কোনো বিঘ্ন না ঘটে তাই সেই নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছে স্কুল শিক্ষা দফতর। নির্দেশিকায় বলা হয়েছে অতিরিক্ত গরমের ছুটি কারণে যে পঠন-পাঠনের বিঘ্ন ঘটবে তা পরে স্কুল খুললে অতিরিক্ত ক্লাস করিয়ে পূরণ করতে হবে, দুই বোর্ডকেই। এদিকে, রেজ্জাক মোল্লার মৃত্যুতে আজ হাফ ডে ছুটি ঘোষণা করেছে নবান্ন। রাজ্যের সব দফতর এবং প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলে হাফ ছুটি ঘোষণা নবান্নের। গত বছর সরকারি স্কুলগুলিতে ৯ মে থেকে ২০ মে পর্যন্ত ছিল গরমের ছুটি। কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে ২১ এপ্রিলই ছুটি পড়ে যায়। ছুটির মেয়াদ শেষ হয় ২ জুন। এবার দেখার পালা চলতি বছর কবে গরমের ছুটি শেষ হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |