সৌভিক মুখার্জী, কলকাতা: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সে কথা মাথায় রেখেই বিরাট সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে ভোটার বাড়ার সঙ্গে সঙ্গে এবার বুথ (WB Election Booth) বিন্যাসে আসছে বিরাট পরিবর্তন। জানা গিয়েছে, ইতিমধ্যেই কমিশন বুথ বাড়ানোর খসড়া তালিকা প্রকাশ করেছে। আর সেই তালিকা অনুযায়ী, রাজ্যে মোট ১৩,৮১৬টি নতুন বুথ যোগ হতে চলেছে। ফলে এবার বুথ সংখ্যা দাঁড়াবে ৯৪,৪৯৭।
বিরাট সিদ্ধান্ত নির্বাচন কমিশনের
শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের নেতৃত্বে সর্বদলের একটি বৈঠক বসে। সেখানে অবস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৈঠকে আলোচনা করা হয়েছে, কোন কোন এলাকায় নতুন বুথ বসানো দরকার আর কোথায় কোথায় বুথের পুনর্বন্যাস প্রয়োজন।
STORY | Bengal’s booth battle: EC twin moves to test TMC’s ground muscle, BJP’s organisational mettle
With the Election Commission planning to add nearly 14,000 new polling booths amid prospective Special Intensive Revision (SIR) of rolls in West Bengal, the BJP faces a shortage… pic.twitter.com/yUc5yAH6Jy
— Press Trust of India (@PTI_News) August 29, 2025
মনোজ আগরওয়াল সাফ জানিয়ে দিয়েছেন যে, ৮ সেপ্টেম্বর পর্যন্ত রাজনৈতিক দলগুলি বুথ বিন্যাস নিয়ে আপত্তি কিংবা প্রস্তাব জানাতে পারবে। এরপরে সবদিক খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
কোন কোন জেলায় বুধ বাড়ছে?
কমিশনের খসড়া তালিকা অনুযায়ী জানা গিয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর জেলাগুলিতে সবথেকে বেশি সংখ্যক বুথ বাড়ছে। তালিকায় রয়েছে—
- দার্জিলিং- বেড়েছে ১৪০টি, আগে ছিল ১৪৬৫, এখন হবে ১৬০৫
- জলপাইগুড়ি- বেড়েছে ৩০৭টি, আগে ছিল ১৯২৮, এখন হবে ২২৩৫
- কোচবিহার- বেড়েছে ৫৮২টি, আগে ছিল ২৫৫৭, এখন হবে ৩১১৯
- কালিম্পং- বেড়েছে ১৬টি, আগে ছিল ২৯৩, এখন হবে ৩০৯
- উত্তর দিনাজপুর- বেড়েছে ৭৩৭টি, আগে ছিল ২২৪৯, এখন হবে ২৯৮৬
- দক্ষিণ দিনাজপুর- বেড়েছে ৩০২টি, আগে ছিল ১৩৪৩, এখন হবে ১৬৪৫
- মালদহ- বেড়েছে ৯১৫টি, আগে ছিল ৩১০৬, এখন হবে ৪০২১
- মুর্শিদাবাদ- বেড়েছে ১২৫১টি, আগে ছিল ৫৮৯৫, এখন হবে ৭১৪৬
- হুগলি- বেড়েছে ৫৬০টি, আগে ছিল ৫২৩৭, এখন হবে ৫৭৯৭
- ঝাড়গ্রাম- বেড়েছে ১২১টি, আগে ছিল ১১০১, এখন হবে ১২২২
- বাঁকুড়া- বেড়েছে ৪৭৬টি, আগে ছিল ৩২৮৯, এখন হবে ৩৭৬৫
- পুরুলিয়া- বেড়েছে ৪৯৫টি, আগে ছিল ২৫২৯, এখন হবে ৩০২৪
- পূর্ব বর্ধমান- বেড়েছে ৬৫২টি, আগে ছিল ৪৫০৬, এখন হবে ৫১৫৮
- পশ্চিম বর্ধমান- বেড়েছে ৩৯৭টি, আগে ছিল ২৫০৪, এখন হবে ২৯০১
- বীরভূম- বেড়েছে ৫৯৪টি, আগে ছিল ৩০৭৬, এখন হবে ৩৬৭০
- উত্তর ২৪ পরগনা- বেড়েছে ১৩৯৬টি, আগে ছিল ৮৬৫৮, এখন হবে ১০,০৫৪
- দক্ষিণ ২৪ পরগনা- বেড়েছে ১৫৫১টি, আগে ছিল ৮৮৫৯, এখন হবে ১০,৪১০
- কলকাতা উত্তর- বেড়েছে ৬টি, আগে ছিল ১৮৩২, এখন হবে ১৮৩৮
- কলকাতা দক্ষিণ- বেড়েছে ২০টি, আগে ছিল ১০৯২, এখন হবে ১১১২
- নদীয়া- বেড়েছে ৭৬৩টি, আগে ছিল ৪৬৮৬, এখন হবে ৮৪৪৯
- হাওড়া- বেড়েছে ৬৮১টি, আগে ছিল ৪৩৯৩, এখন হবে ৫০৭৪
- পূর্ব মেদিনীপুর- বেড়েছে ৮৯৮টি, আগে ছিল ৪৪২০, এখন হবে ৫৩১৮
- পশ্চিম মেদিনীপুর- বেড়েছে ৬৮৮টি, আগে ছিল ৪৩৩৩, এখন হবে ৫০২১
আরও পড়ুনঃ ‘কাঠের মালা পরে চলে আসেন ভাতা নিতে!’ SC, নমশূদ্র মহিলাদের বললেন মহুয়া
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং সাংসদ পার্থ ভৌমিক। বৈঠক শেষে অরূপ বিশ্বাস বলেছিলেন, বুথ বানানো নিয়ে আমাদের কোনোরকম আপত্তি নেই। তবে চাইব, যাতে অতিরিক্ত বুথ একই ভোটকেন্দ্রের মধ্যেই থাকে। ভোটারদেরকে যেন দূরে দূরে না যেতে হয়। একই সঙ্গে তিনি কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেছেন, নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হতে হবে। রেফারি যদি সঠিক না থাকে, তাহলে খেলা কীভাবে চলবে? তালিকাবদ্ধ কোনো রাজনৈতিক দলকে আলাদাভাবে খুশি করা যাবে না। ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। তাই আমরা বৈঠকে আমাদের মতামত দেব। এই বৈঠকে আমরা সন্তুষ্ট নই।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |