সহেলি মিত্র, কলকাতাঃ রেশন কার্ডে (Ration Card) সামগ্রী তুলতে গিয়ে মহাবিপাকে পড়তে হচ্ছে বাংলার মানুষকে। আধার সংক্রান্ত জটিলতায় আটকে গিয়েছেন ১০ লক্ষেরও বেশি মানুষ। আসলে সম্প্রতি রাজ্য খাদ্য দফতরের তরফে চালানো সমীক্ষায় এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। নিশ্চয়ই ভাবছেন সমীক্ষায় কী উঠে এসেছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
সমীক্ষায় উঠে এসেছে, পাঁচ বছরের কম বয়সি হওয়ায় এখনও আধার কার্ড হয়নি প্রায় ১০,৪১,০০০ হাজার গ্রাহকের। অপরদিকে আধার কার্ড থাকলেও বায়োমেট্রিক যাচাই সম্ভব হয়নি, এমন চিহ্নিত হয়েছেন আরও ২২,২৮৬ মানুষ। এই অঙ্কটা সবমিলিয়ে প্রায় ১০ লক্ষ ৭৫ হাজার গ্রাহক ছাড়িয়েছে। এসকল মানুষের এখনও আধার সংক্রান্ত সমস্যার কারণে তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে ৯৬ শতাংশই পাঁচ বছরের কম বয়সি শিশু গ্রাহক।
আরও পড়ুন: বকেয়া সহ মেটাতে হবে গ্র্যাচুইটির টাকা! অবসরপ্রাপ্ত পুরকর্মীদের পক্ষে বড় রায় হাইকোর্টের
এমনিতে বিগত বেশ কিছু সময় ধরে রেশন ব্যবস্থায় ব্যাপক কারচুপির অভিযোগ উঠেছিল। এমনকি এই মামলায় জেল অবধি খাটতে হয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। যাইহোক, বর্তমানে তিনি জামিনে রয়েছে। এসকল ঘটনা থেকে শিক্ষা নিয়ে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে বাংলার সরকার এবং বহু রাজ্য সরকার রেশন বণ্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে আধারের সঙ্গে বায়োমেট্রিক যাচাই বাধ্যতামূলক করেছে। এবার যাদের এই বায়োমেট্রিক হয়নি তাঁরা এখন রেশন তুলতে গিয়ে সমস্যায় পড়ছেন।
জানা গিয়েছে, আধার না-থাকার কারণে বা যাচাই করতে না পারায় বেশ কয়েকজন গ্রাহক রেশন সামগ্রী পাননি। এদিকে বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে রাজ্য প্রশাসন। তড়িঘড়ি খাদ্য দফতর সমস্ত জেলাশাসককে চিঠি পাঠিয়ে জানিয়েছে, যেসব বৈধ গ্রাহক এই ধরনের সমস্যায় পড়ছেন, তাঁদের দ্রুত চিহ্নিত করতে হবে। নির্দেশ অনুযায়ী, খাদ্য দফতরের স্থানীয় আধিকারিকরা সরেজমিনে গিয়ে প্রতিটি গ্রাহকের প্রকৃত পরিস্থিতি যাচাই করছেন । সেই যাচাইয়ের পরিপ্রেক্ষিতে যে তথ্য উঠে এসেছে, সেটিই সম্প্রতি বৈঠকে উপস্থাপন করা হয় । দফতরের দাবি, যে সমস্ত গ্রাহকের আধার সংক্রান্ত জটিলতা রয়েছে, তাঁদের নাম আলাদা করে নথিভুক্ত করা হয়েছে । প্রয়োজনে বিকল্প ব্যবস্থার মাধ্যমে তাঁদের খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে। যাতে কারও সাথে বঞ্চনার ঘটনা না-ঘটে, সেদিকে কড়া নজর রাখছে রাজ্য প্রশাসন । বহু বিশেষজ্ঞ জানাচ্ছেন, এই সকল ব্যবস্থার জন্য রেশনে কারচুপি ব্যবস্থা অনেকটাই রোধ করা সম্ভব হয়েছে।