তৈরি হবে তাজপুর-রঘুনাথপুর আর্থিক করিডোর, ২০০ একর জমি দিচ্ছে রাজ্য সরকার

Published on:

WB Gov Gives 200 acres land for Tajpur-Raghunathpur Economic Corridor

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাকে এগিয়ে নিয়ে যেতে বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের। তাজপুর-ডানকুনি-রঘুনাথপুর আর্থিক করিডোর (Tajpur-Raghunathpur Economic Corridor) তৈরির জন্য পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমকে 200 একর জমি দিচ্ছে রাজ্য। বৃহস্পতিবার, নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এমনটাই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে রাজ্যে শিল্পের জোয়ার আনতে অমৃতসর-ডানকুনি শিল্প করিডরের ধাঁচে পশ্চিমবঙ্গে ছয়টি আর্থিক করিডোর তৈরির পরিকল্পনা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

জমির পাশাপাশি আরও দুই বড় সিদ্ধান্ত মমতা সরকারের

পশ্চিমবঙ্গের রঘুনাথপুর-তাজপুর, ডানকুনি-কল্যাণী, ডানকুনি-কোচবিহার, খড়গপুর-মোড়গ্রাম, ডানকুনি-ঝাড়গ্রাম সহ মোট 6টি আর্থিক করিডোর তৈরির পরিকল্পনা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই, এবার তাজপুর-রঘুনাথপুর করিডোর তৈরির পথে পা বাড়াল সরকার। জানা যাচ্ছে, এই বিশেষ আর্থিক করিডোর তৈরির জন্য 200 একর জমি দানের পাশাপাশি বৃহস্পতিবারের বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রের খবর, রাজ্যের সমস্ত লজিস্টিক ব্যবসাকে শিল্পের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। বাংলার সরকার মনে করছে, এই বিশেষ উদ্যোগের হাত ধরে ই কমার্স ও পরিবহন ক্ষেত্রে বিনিয়োগ বাড়বে। সেই সাথে, রাজ্যে নতুন কর্মসংস্থানের সুযোগও বাড়বে। নবান্ন মনে করছে, ফ্লিপকার্ট থেকে শুরু করে অন্যান্য বেসরকারি সংস্থার লজিস্টিক ব্যবসাকে শিল্পের মর্যাদা দিলে এই খাতের দুইগুণ প্রসার ঘটবে।

বেশ কয়েকটি সূত্রের খবর, গত বৃহস্পতিবারের বৈঠকে নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটির 15 শূন্যপদ পূরণেরও সিদ্ধান্ত নিয়ে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এছাড়াও জানা যাচ্ছে, পশ্চিম বর্ধমানের হিরাপুর থানার কুলাইপুর, চাপরডি ও পুরুষোত্তমপুর মৌজার 193.29 একর লিজ জমি ফ্রি হোল্ড করে পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমকে দেওয়া হবে। সেই মর্মে, ইতিমধ্যেই অনুমোদন দিয়ে দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। পাশাপাশি দীর্ঘদিন ধরে চলা বারুইপুর টাউনশিপ এবং উত্তম সিটির জমি মামলাগুলি আদালতের বাইরে মীমাংসার উদ্যোগ নিয়েও আলোচনা হয় নবান্নে।

 

অবশ্যই পড়ুন: মাথায় চোট অক্ষর প্যাটেলের! রবিবার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারবেন তো?

কাজের সুযোগ পাবেন বাংলার বহু ছেলে মেয়ে

উৎসবের মরসুম শেষ হলেই বাংলায় অনুষ্ঠিত হতে পারে একটি শিল্প সম্মেলন। আর তার আগে অর্থনৈতিক করিডোরের জন্য পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমকে 200 একর জমি দান, লজিস্টিক ব্যবসাকে শিল্পের মর্যাদা এবং প্রশাসনিক নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। তাদের কথায়, বাংলার সরকারের এমন সিদ্ধান্তে রাজ্যে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ পাবেন বহু যোগ্য ছেলে মেয়ে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥