পার্থ সারথি মান্না, কলকাতাঃ রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা আজও কোর্টে বিচারাধীন। তবে তারই মাঝে দীর্ঘ জট কাটিয়ে উচ্চ প্রাথমিকের নিয়োগ পক্রিয়া বা বলা ভালো কাউন্সেলিং চালু হয়েছে। যেখানে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে প্রার্থীদের উপস্থিতির হার অনেকটাই কম। এবার জানা যাচ্ছে আবারও শিক্ষক নিয়োগের পক্রিয়া শুরু করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার।
নতুন করে শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার
হ্যাঁ ঠিকই দেখছেন, চাকরিপ্রার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পুনরায় শিক্ষক নিয়োগ চালু হতে চলেছে পশ্চিমবঙ্গে। তবে প্রাথমিক বা উচ্চ প্রাথমিক নয়, বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য শিক্ষক নিয়োগ করা হবে বলে খবর মিলেছে। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে আলোচনা হয় ও নিয়োগের অনুমতি মিলেছে।
যেমনটা জানা যাচ্ছে, এতদিন রাজ্যের আলাদা করে বিশেষ ভাবে সক্ষম শিক্ষার্থীদের জন্য পৃথকভাবে কোনো নিয়োগ করা হত না। যার ফলে তাদের পড়াশোনার ক্ষেত্রে সমস্যা দেখা দিত। তাই এবার মন্ত্রীসম্ভার বৈঠকে এই সমস্যার কথা আলোচনা করে আলাদা করে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসাথে জানা যাচ্ছে, এক্ষেত্রে উত্তীর্ণ শিক্ষকদের প্রয়োজনে একাধিক স্কুলে শিক্ষকতা করতে হতে পারে।
কতজন শিক্ষক নিয়োগ করা হবে?
নিয়োগের খবর প্রকাশ্যে আসা মাত্রই সকলের মনে কৌতূহল কতজন শিক্ষক নিয়োগ করা হবে? উত্তরে জানা যাচ্ছে, ২৫০০ মত শিক্ষক নিয়োগ করা হবে। তবে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলে এই ব্যাপারে বিস্তারিত জানা যাবে।
কারা আবেদন করতে পারবেন?
নতুন করে নিয়োগ পক্রিয়া শুরু হলে কারা আবেদন করতে পারবেন বা কি যোগ্যতা লাগবে সেটা নিয়েও বেশ কৌতূহল রয়েছে চাকরিপ্রার্থীদের মনে। এক্ষেত্রে জানা যাচ্ছে, আবেদনের জন্য প্রার্থীকে রিহেবিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত B.Ed পাশ করে থাকতে হবে। তবে এক্ষেত্রে নিয়োগ হলে প্রার্থীরা উচ্চ প্রাথমিক বা দশম শ্রেণীর স্কুলে শিক্ষকতার অনুমতি পেয়ে যাবেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |