লক্ষ্য বকেয়া DA মেটানো? ৪০০০ কোটি টাকার ঋণ নিল রাজ্য! বড় তথ্য দিল RBI

Published:

bengal Da
Follow

সহেলি মিত্র, কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারকে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ২৫ শতাংশ ডিএ (DA) মেটাতে হবে জুন মাসের মধ্যে। এদিকে এই বকেয়া মেটাতে গেলে রাজ্য সরকারের কমপক্ষে ১০ হাজার কোটি টাকা খরচ হবে বলে রাজ্যের তরফে জানানো হয়েছিল মামলার শুনানির দিন। এরই মাঝে পশ্চিমবঙ্গ সরকারের তরফে বিরাট উদ্যোগ নেওয়া হল। নিলামের মাধ্যমে ৪০০০ কোটি টাকার ঋণ তুলল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আর এমনটাই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরো বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

৪০০০ কোটি টাকার ঋণ তুলল সরকার

রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, মঙ্গলবার ১৭ জুন রাজ্য সরকারের সিকিউরিটিজের বা SGS-এর (State Government Securities) নিলামে পশ্চিমবঙ্গ সরকার ২২ বছরের জন্য মোট ২০০০ কোটি টাকার ঋণ তুলেছে। এই ঋণের জন্য গড় সুদের হার নির্ধারিত হয়েছে ৭.১০৯৬ শতাংশ। শুধু তাই নয়, এর আগে জুন মাসেরই গোড়ায় আর একবার নিলাম করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। ৩ জুনের সেই নিলামে ২০ বছরের মেয়াদি বন্ডের মাধ্যমে আরও ২০০০ টাকা কোটি তুলেছে পশ্চিমবঙ্গ সরকার। সব মিলিয়ে জুন মাসে মোট ৪০০০ কোটি টাকা তুলেছে নবান্ন। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে পশ্চিমবঙ্গ সরকার কি তবে বকেয়া মেটানোর জন্য এত বিপুল পরিমাণে টাকা তুলেছে?

বকেয়া দিয়ে কবের মধ্যে সরকার মেটাবে সেই বিষয়ে কিছু এখনো অবধি ঘোষণা করা হয়নি। এছাড়া এই চার হাজার কোটি টাকা থেকেও বকেয়া মহার্ঘ্য ভাতা মেটানোর ব্যাপারে কিছু খরচ করা হবে কিনা সেই বিষয়েও আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের হিসাব অনুযায়ী তাঁদের বকেয়া ডিএ-র পরিমাণ ৪০ হাজার কোটি টাকা। সুপ্রিম কোর্টের নির্দেশ জুন মাসের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটাতে হবে।

আরও পড়ুনঃ রয়েছে বিশেষ মাহাত্ম্য! গাড়িতে লাগানো যায় কালো নাম্বার প্লেটও, কীভাবে মেলে?

বড় তথ্য দিল RBI

এই প্রসঙ্গে বড়সড় তথ্য দিয়েছে RBI। পশ্চিমবঙ্গ সরকারের এই দীর্ঘমেয়াদি ঋণের জন্য প্রতিযোগিতামূলক দরপত্র জমা পড়েছিল মোট ৪৬টি। যার আর্থিক মূল্য ছিল প্রায় ৩০৬৭ কোটি টাকা। ১৭ জুনের নিলামে তার মধ্যে মাত্র ৮টি দরপত্র গৃহীত হয়েছে, যার মাধ্যমে অনুমোদিত হয়েছে ১৯৮৩.৯৭ কোটি টাকার ঋণ। আংশিক বরাদ্দ পেয়েছে ৩টি দরপত্র। অন্যদিকে, অ-প্রতিযোগিতামূলক দরপত্র জমা পড়েছিল ৫টি, যার পরিমাণ ছিল ১৬.০৩ কোটি টাকা। সব ক’টি অ-প্রতিযোগিতামূলক দরপত্রই গৃহীত হয়েছে, ফলে নির্ধারিত ২০০০ কোটি টাকার সম্পূর্ণ ঋণ পশ্চিমবঙ্গ সরকার তুলতে সক্ষম হয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join