সহেলি মিত্র, কলকাতা : বাংলার ডিএ (DA) মামলায় ফের একবার সামনে এলো নাটকীয় মোড়। এবার রাজ্য সরকারকে বড়সড় নোটিশ পাঠাল রাজ্য সরকারি কর্মীদের সংগঠন। আর এই বিষয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন সরকারি কর্মীদের নেতা মলয় মুখোপাধ্যায়। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। মূলত বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার ব্যাপারে রাজ্য সরকারকে তৎপরতার জন্য নোটিশ পাঠানো হয়েছে সরকারি কর্মীদের তরফে। সুপ্রিম কোর্টের ডিএ সংক্রান্ত নির্দেশ পালনের জন্য রাজ্য সরকারি কর্মীদের আইনজীবী ফিরদৌস শামীমের তরফে রাজ্য সরকারকে আইনি চিঠি পাঠানো হয়েছে।
রাজ্য সরকারকে আইনি চিঠি সরকারি কর্মীদের
মলয় মুখোপাধ্যায়ের পোস্ট অনুযায়ী, সুপ্রিম কোর্টের নির্দেশ যাতে রাজ্য সরকার মেনে চলে, সেই আবেদন জানিয়ে রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ দপ্তরের প্রধান সচিবকে আইনি চিঠি পাঠিয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। সূত্রের খবর, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, মহার্ঘ ভাতা (ডিএ) মামলার সঙ্গে যুক্ত অন্যতম প্রধান সংগঠন, গত ১৬ই মে, ২০২৫ তারিখের সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করার জন্য এবার আইনি প্রক্রিয়া শুরু করেছে।
সংগঠনের পক্ষ থেকে আইনজীবী ফিরদৌজ শামিমের অফিসিয়াল লেটারহেডে এই আইনি চিঠি পাঠানো হয়েছে, যা ইতিমধ্যে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর গ্রহণ করেছে। মূলত রাজ্য সরকারি কর্মীরা তাদের সকল দাবি নতুন করে সরকারকে মনে করিয়ে দিতে এই উদ্যোগ নিয়েছে বলে মনে করছে বিশিষ্ট মহল।
আরও পড়ুনঃ জামাই ষষ্ঠীর আগে কমল সোনার দাম, রুপোও শোনাচ্ছে সুখবর! রইল আজকের রেট
রাজ্য সরকারকে ডিএ মেটানোর নির্দেশ সুপ্রিম কোর্টের
রাজ্যকে বকেয়া অন্তত ২৫ শতাংশ সরকারি কর্মীদের মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।গত ১৬ মে বিচারপতি সঞ্জয় কারোল এবং সন্দীপ মেহতা একটি অন্তর্বর্তীকালীন আদেশ জারি করে পশ্চিমবঙ্গকে তিন মাসের মধ্যে অর্থ প্রদানের নির্দেশ দেন এবং মামলাটির শুনানির জন্য আগস্টে পরবর্তী তারিখ নির্ধারণ করেন। পশ্চিমবঙ্গ সরকার কর্মীদের ১৮% ডিএ প্রদান করে যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৫% এর বেশি ডিএ পান।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |