সহেলি মিত্র, কলকাতা: পুজোর মাস অর্থাৎ সেপ্টেম্বর মাস পড়ে গিয়েছে। এদিকে উৎসবের আবহে দারিদ্রসীমার নিচে যারা বাস করেন, বিশেষ করে যাদের রেশন কার্ড (Ration Card) রয়েছে তাঁদের জন্য রইল সুখবর। অবশেষে সেপ্টেম্বর মাসের জন্য বিনামূল্যে রেশনের তালিকা প্রকাশ করল পশ্চিমবঙ্গ সরকার। আর এই লিস্ট দেখলে আপনিও খুশি হয়ে যাবেন বৈকি।
বিনামূল্যে অনেক রেশন পাবেন সাধারণ মানুষ
এমনিতে সাধারণ মানুষের কল্যাণার্থে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সরকার এবং বিভিন্ন রাজ্যের সরকারের তরফে নানারকম প্রকল্প চালানো হচ্ছে। এই প্রকল্পগুলির দরুন আজকের সময়ে কোটি কোটি মানুষ উপকৃত হচ্ছেন। ছোট থেকে বয়স্ক সকলের জন্যই কিছু না কিছু প্রকল্প এনেছে সরকার। যার মধ্যে অন্যতম হল রেশন প্রকল্প। যে সকল মানুষ দারিদ্র সীমার নিচে বাস করেন তাঁদের খুব অল্প সামান্য টাকার বিনিময়ে আবার বিনামূল্যে সরকারের তরফে রেশন দেওয়া হয়। আবার অনেকে বিনামূল্যেও রেশন সামগ্রী পাচ্ছেন। তবে এবার পুজোর মাসে রেশনের লিস্ট এনে মেগা চমক দিল পশ্চিমবঙ্গ সরকার। বিভিন্ন ধরণের রেশন কার্ডধারী মানুষ নানা সামগ্রী পাবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক তালিকা।
PHH ও SPHH কার্ড
আপনার কাছেও কি PHH (Priority Household) ও SPHH (Special Priority Household) কার্ড রয়েছে? তাহলে আপনার জন্য রইল দারুণ খবর, সেপ্টেম্বরে প্রতি কার্ডে ৩ কেজি চাল এবং ২ কেজি গম বা ২ প্যাকেট আটা দেওয়া হবে সরকারের তরফে।
RKSY-I রেশন কার্ড
চলতি মাসে এই কার্ডধারীরা প্রতি কার্ডে ৫ কেজি চাল পাবেন। এই পরিমাণ পরিবারের সদস্য সংখ্যার উপর নির্ভর করতে পারে। এই কার্ডে গম বা আটা দেওয়া হয় না, তবে খাদ্য সুরক্ষায় এটি গুরুত্বপূর্ণ।
AAY রেশন কার্ড
অন্ত্যোদয় অন্ন যোজনা বা AAY কার্ড সবচেয়ে বেশি সুবিধা প্রদান করে। সেপ্টেম্বরে এই কার্ডধারী পরিবারগুলি প্রতি পরিবারে ২১ কেজি করে চাল পাবেন। এছাড়াও, পরিবার পিছু ১৩ কেজি ৩০০ গ্রাম আটা বা ১৪ কেজি গম বিনামূল্যে দেওয়া হবে।
পাহাড়ি দুর্গম অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দ
এছাড়া পাহাড়, জঙ্গলমহল, ও সিঙ্গুরের AAY, PHH, SPHH, এবং RKSY-I কার্ডধারীরা অতিরিক্ত রেশন সামগ্রী বরাদ্দ পাবেন। এই সুবিধা দুর্গম অঞ্চলের মানুষের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে।
RKSY-II কার্ড
রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনা-২ (RKSY-II) কার্ডটি সীমিত সুবিধা প্রদান করে। সেপ্টেম্বরে প্রতি কার্ডে ২ কেজি চাল বিনামূল্যে দেওয়া হবে। এই কার্ডে গম বা আটা প্রদানের ব্যবস্থা নেই। এটি সাধারণ পরিবারগুলির মৌলিক খাদ্য চাহিদা পূরণ করে। এই সুবিধা দৈনন্দিন জীবনে সহায়তা প্রদান করে।
ওড়িশা সরকারের বড় ঘোষণা
রেশন নিয়ে এদিকে বড় ঘোষণা করেছে ওড়িশা সরকার। রাজ্য সরকার ঘোষণা করেছে যে সেপ্টেম্বরে প্রত্যেক রেশন কার্ডধারীকে ১০০০ টাকা দেওয়া হবে। এই আর্থিক সহায়তা রেশন কার্ডধারীদের জীবনযাত্রাকে যে আরও সহজ করবে সেটা বলাই বাহুল্য।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |