Indiahood-nabobarsho

ঝুলেই রইল ট্রামের ভবিষ্যৎ! হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য, কবে শুনানি?

Published on:

Kolkata Tram Issue

প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ১৫ আগেও কলকাতার এক ডজন রুটে সচল ছিল ট্রাম। ট্রামের ঘণ্টিতে, কাঠের সিটে কত সুখ দুঃখ-হাসি কান্না জমে আছে, তার ইয়ত্তা নেই। প্রায় দেড় শতক ধরে শহরের নস্টালজিয়া বহন করে আসছে ট্রাম। তবে এইমুহুর্তে কলকাতার রাস্তা থেকে ক্রমেই মুছে গিয়েছে ট্রাম। এমনকি শেষ চিহ্ন অর্থাৎ ট্রামলাইনও মুছে যাওয়ার পথে। এবার সেই ট্রামলাইন (Kolkata Tram Issue) নিয়ে জোর বিতর্ক তৈরি হল রাজ্য সরকার এবং হাইকোর্টের মধ্যে। যার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ট্রামলাইন নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

শহরের রাস্তায় ট্রাম ফিরিয়ে আনার দাবিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল একটি নাগরিক সংগঠন। সেই মামলায় মামলাকারীর অভিযোগ ছিল, রাস্তায় যাতে ট্রাম চলতে না পারে, তাই কালীঘাট, ভবানীপুর, জাজেস কোর্ট এবং খিদিরপুরে ট্রামলাইন পিচ দিয়ে ঢেকে দেওয়া হতে পারে। সেই অভিযোগ শুনে বিচারপতি ট্রামলাইন বন্ধ (Kolkata Tram Issue) না করার কড়া নির্দেশ দেয়। বলা হয়েছিল, ট্রামলাইন বুজিয়ে ফেলার ছবি-সহ বিস্তারিত রিপোর্ট রাজ্যকে জমা করতে হবে আদালতে।

ট্রামলাইন সরানোর কাজ সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ

কলকাতা হাইকোর্টে গত শুনানিতে ট্রাম রক্ষার জন্য কী কী করণীয়, তা ঠিক করতে একটি কমিটি গঠন করেছিল। পুলিশ, পরিবহণ বিশেষজ্ঞ, কলকাতা পুরসভা, রাজ্য পরিবহণ নিগম-সহ বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের নিয়ে তৈরি হয় এই কমিটি। এই প্রসঙ্গে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, কলকাতার কোনও ট্রামলাইন বন্ধ করা যাবে না। আগে হাই কোর্টের নিযুক্ত কমিটি বিষয়টি পরীক্ষা করে রিপোর্ট দেবে তারপর মামলা এগোবে। কিন্তু সেই রিপোর্ট না আসা পর্যন্ত সড়কপথ থেকে ট্রামলাইন সরানোর কাজ সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। আর কলকাতার ঐতিহ্য ট্রামকে রক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই সচেতন হতে হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

মামলা উঠল সুপ্রিম কোর্টে

এদিকে রাজ্য সরকার সেই নির্দেশ মানতে পারেনি। তাই ট্রামলাইন তুলে দেওয়ার উপর হাই কোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। গতকাল অর্থাৎ মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে, এই মুহূর্তে ট্রাম সংক্রান্ত মামলাটি শুনানির তালিকা থেকে বাদ রাখা হল। মার্চের তৃতীয় সপ্তাহে শীর্ষ আদালতে উঠবে এই মামলাটি। এ বিষয়ে শীর্ষ আদালত কী অবস্থান নিল, তা আগামী ২৫ মার্চ শুনবে হাইকোর্ট। আর তার পরই পরবর্তী পদক্ষেপ করবে হাই কোর্ট।

আরও পড়ুনঃ ১৫ বছরের প্রতীক্ষার অবসান, বাংলার হারিয়ে যাওয়া এই রেলপথে এ মাসেই শুরু পরিষেবা

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group