প্রীতি পোদ্দার, কলকাতা: সরকারি চাকরির বাজারে মন্দা যেন লেগেই রয়েছে। তার উপর নিয়োগ দুর্নীতির কলঙ্ক এখনও কাটেনি রাজ্যের। তাই অনেকেই সরকারি চাকরি পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছে। তবে এই আবহে এবার রাজ্য বাজেট অধিবেশনের আগে বড় সুখবর দিল রাজ্য সরকার। রাজ্যে এবার নিয়োগ হতে চলেছে একাধিক নতুন পদে।
একাধিক নয়া পদে নিয়োগের সবুজ সংকেত
সূত্রের খবর, গতকাল অর্থাৎ সোমবার, নবান্নে রাজ্য মন্ত্রিসভার একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। আর সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ৬০টি নতুন পদে নিয়োগ করা হবে। জানা গিয়েছে স্বরাষ্ট্র, নারী-শিশুকল্যাণ এবং বিচার দফতরের অধীনে সেই নিয়োগগুলি হবে। এছাড়াও, রাজ্য পরিবহণ নিগমের অধীনে ৮৭৮টি পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এদিকে আগের মন্ত্রিসভার বৈঠকের দিকে নজর রাখলে দেখা যাবে স্বাস্থ্য ক্ষেত্রে চিকিৎসক, নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান ইত্যাদি পদে বড় নিয়োগের ছাড়পত্র দিয়েছিল মন্ত্রিসভা। শুধু তাই নয়, দমকল এবং পুলিশেও অনেক সংখ্যক নিয়োগের ছাড়পত্র মিলেছিল। এবারেও সেই একই পথে হাঁটতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাজেট অধিবেশন নিয়ে বড় ঘোষণা
এদিন মন্ত্রিসভার বৈঠক সূত্রে জানা গিয়েছে প্রকাশিত হয়েছে যে কবে রাজ্য বাজেট অধিবেশন শুরু হবে। আগামী আর্থিক বছরের জন্য অর্থাৎ ২০২৫-২৬ এর রাজ্য বাজেট অধিবেশন শুরু হবে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে। এবং রাজ্য বাজেট পেশ আগামী ১২ ফেব্রুয়ারি। পাশাপাশি আর কিছুদিন পরেই সরস্বতী পুজো। বিদ্যার দেবী আরাধনায় ব্যস্ত থাকবে রাজ্যবাসী। সেই সময় যাতে কোনো রকম সমস্যা তৈরি না হয় সেজন্য রাজ্যের মন্ত্রীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে সরস্বতী পুজোয় সব এলাকায় নজর রাখতে হবে মন্ত্রীদের। যাতে কোথাও কোন সমস্যা না হয় তার জন্যই স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রাখারও নির্দেশ দিয়েছেন তিনি। অন্যদিকে এদিনের বৈঠকে শহরের রাস্তায় আরও বেশি সংখ্যায় সরকারি বাস নামাতে নতুন করে অস্থায়ী বাস চালক ও কন্ডাক্টার নিয়োগের প্রস্তাব রাখা হয়েছে ৷ আসা করা যাচ্ছে পরিবহন ব্যবস্থায় নতুন এই নিয়োগের ফলে প্রায় ছোট বড় মিলে ৪২০০ টি ট্রিপে বাস চালানো সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |