প্রীতি পোদ্দার, কলকাতা: প্রথম থেকেই বিভিন্ন প্রকল্প বিষয়ক কেন্দ্রের সঙ্গে রাজ্যের দ্বন্দ্ব লেগেই রয়েছে। একের পর এক আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্রের তরফে রাজ্যের জন্য আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) টাকা দুই বছর আগেই বন্ধ করে দেওয়া হয়। বারবার অনুদান দেওয়ার আবেদন জানালেও, নাকচ করে দেওয়া হয় কেন্দ্রের তরফ থেকে। যার ফলে কেন্দ্রকে কড়া আক্রমণ শানিয়েছিল এ রাজ্যের শাসকদল। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করেছিলেন তিনি নিজেই আবাস যোজনার এই টাকা দেবেন।
আর্থিক দুর্নীতি রুখতে বড় পদক্ষেপ নবান্নের
তবে সম্প্রতি রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে পড়ুয়াদের ট্যাবের টাকা নিয়ে জালিয়াতির অভিযোগ উঠে এসেছে বিভিন্ন জেলা থেকে। অজান্তেই টাকা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাচ্ছে। বিপাকে পড়তে হয় অসংখ্য পড়ুয়াকে। যদিও এই ঘটনায় গ্রেফতারও হন অনেকেই। তবে সেই ঘটনা যাতে দ্বিতীয়বার না ঘটে তাই সেইখান থেকেই শিক্ষা নিয়ে আবাসের টাকা নিয়ে এবার কড়া বার্তা দিল নবান্ন। খোলা হল নয়া পোর্টাল।
নিয়মের তালিকা বিডিও অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে
জানা গিয়েছে, আর্থিক জালিয়াতি রুখতে বিশেষ ক্যাম্প হবে গ্রাম পঞ্চায়েতগুলিতে। সেখানে উপভোক্তার পরিচয়পত্র সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথি খতিয়ে দেখা হবে। একাধিক দফায় উপভোক্তাদের পরিচয়পত্র সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথি খতিয়ে দেখে সব ঠিক থাকলে ক্যাম্প থেকে সবুজ সংকেত দেওয়ার পরই আবাস প্রকল্পে বাড়ি তৈরির টাকা পাবেন উপভোক্তারা। এজন্য শুধু বিশেষ পোর্টাল খোলাই নয়, কী কী নিয়ম অনুসরণ করতে হবে ইতিমধ্যে তার তালিকা প্রতিটি বিডিও অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে।
OTP- র মাধ্যমেও এই কাজ করা যাবে
এছাড়াও বিশেষ ওই পোর্টালে উপভোক্তা নামের সঙ্গে তার আধার নম্বরের সংযুক্তিকরণ করবে প্রশাসন। অ্যাপের মাধ্যমে উপভোক্তার পরিচয় নিশ্চিত করতে বায়োমেট্রিক ব্যবস্থা রাখা হবে। এই ছাড়াও যে মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ করা রয়েছে, সেই মোবাইল নম্বরে OTP- র মাধ্যমেও এই কাজ করা যাবে। সব ঠিকঠাক থাকলে তবেই আবাসের চূড়ান্ত নামের তালিকায় উঠবে সংশ্লিষ্ট ব্যক্তির নাম। এরপর সরাসরি পোর্টাল থেকেই SMS এর মাধ্যমে উপভোক্তাদের জানিয়ে দেওয়া হবে নির্বাচিত হওয়ার কথা। আর সেই SMS এর ভিত্তিতে তিনি টাকা পাবেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |