সমস্যার ইতি! স্মার্ট মিটার বাতিল করল রাজ্য সরকার, যাদের বাড়িতে আছে, তাঁদের নিয়েও বড় ঘোষণা

Published:

Smart Meter
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্রস্থলে ছিল এই প্রিপেড স্মার্ট মিটার (Smart Meter)। অবশেষে একের পর এক অভিযোগের ভিত্তিতে রাজ্যে সম্পূর্ণ বাতিল হল স্মার্ট মিটার! এমনকি, যাদের প্রিপেইড স্মার্ট মিটার লাগানো ইতিমধ্যেই হয়ে গিয়েছে, তাদের বিল হবে পুরনো পদ্ধতি মেনেই৷ এমনটাই গতকাল বুধবার বিধানসভায় স্পষ্ট জানিয়ে দিলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস৷

স্মার্ট মিটার নিয়ে তরজা

গতকাল বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বাড়িতে বাড়িতে স্মার্ট মিটার নিয়ে যে অভিযোগ উঠে আসছে তার প্রসঙ্গ তুলে ধরেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্দেশ্যে তিনি বলেন, “স্মার্ট মিটার নিয়ে অনেকের মনে একাধিক কৌতূহল তৈরি হয়েছে, তা সকলেই জানতে চাইছে।” এরপরই প্রশ্নোত্তর পর্বের শেষে গোটা বিষয় নিয়ে এক আলাদা বিবৃতি দেন অরূপ বিশ্বাস।

এদিন বিদ্যুৎমন্ত্রীর বিবৃতিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। আর সেই বিবৃতি প্রকাশের শুরুতেই তিনি স্পষ্ট জানিয়ে দেন মুখ্যমন্ত্রীর নির্দেশে স্মার্ট মিটার বসানো পুরোপুরি বন্ধ করা হয়েছে রাজ্যে।

কেন্দ্রই ছিল প্রধান উদ্যোক্তা!

এদিন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, স্মার্ট মিটারের এই প্রকল্প কোনোভাবেই রাজ্যের নয় । বরং রাজ্যের উপর কেন্দ্রের চাপিয়ে দেওয়া বিষয়। এরপরই কেন্দ্রের স্মার্ট মিটার নিয়ে গেজেট নোটিফিকেশনও বিধানসভায় তুলে ধরেন বিদ্যুৎ মন্ত্রী। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার এবং বিদ্যুৎ দপ্তর যৌথভাবেই স্মার্ট মিটার চালু করা বাধ্যতামূলক করেছিল। কিন্তু যেহেতু বর্তমানে একাধিক গ্রাহকের সমস্যা দিনের পর দিন বেড়েই চলেছে, তাই মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে শেষ পর্যন্ত এই স্মার্ট মিটার বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন।

নরম্যাল মিটার হিসেবেই দেখা হবে!

যার দরুন এখানে প্রশ্ন উঠছে তাহলে এ কদিনে যাদের বাড়িয়ে ইতিমধ্যেই স্মার্ট মিটার বসে গিয়েছে তাদের কী হবে? সেই প্রসঙ্গেও মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন যে, যে সকল এলাকায় স্মার্ট মিটার বসানোর কাজ ইতিমধ্যেই হয়ে গিয়েছে সেগুলিকেও নর্মাল মিটার হিসাবেই দেখা হবে। অর্থাৎ আগে যেমন তিন মাস অন্তর সাধারণ মানুষের বিল আসত এক্ষেত্রেও তিন মাস অন্তরই বিল আসবে। অতএব সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার কথা ভেবেই মুখ্যমন্ত্রীর নেওয়া এই সিদ্ধান্তে কিছুটা হলেও স্বস্তি পেলেন সাধারণ মানুষ বলেই মনে করা হচ্ছে।”

আরও পড়ুন: বিধানসভায় নিরাপত্তার আশঙ্কা! কেন্দ্রীয় বাহিনী চেয়ে হাইকোর্টে শুভেন্দু, কী বললেন বিচারপতি?

বিরোধীদের আক্রমণ অরূপের!

এদিন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বিধানসভায় স্মার্ট মিটার নিয়ে বিরোধী দলকেও একহাতে নিলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে বিরোধী নেতারা যারা স্মার্ট মিটার নিয়ে বাইরে বড় বড় কথা বলছেন, তাদের জেনে রাখা উচিত এটি জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। আর তা চাপিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার নিজেই। তাতেই দিনের পর দিন সাধারণ গ্রাহকদের মধ্যে একাধিক অভিযোগ উঠেছে। উল্টে মুখ্যমন্ত্রী এক্ষেত্রে স্মার্ট মিটার বাতিল করে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করেছেন।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join