প্রীতি পোদ্দার, কলকাতা: ১০০ দিনের কাজের প্রকল্পে কেন্দ্র ও রাজ্য যৌথ উদ্যোগে কাজ দেয় শ্রমিক গোষ্ঠীকে। কিন্তু সম্প্রতি এই ১০০ দিনের কাজের টাকা বকেয়া নিয়ে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে সংঘাত শুরু হয়ে যায়। আর্থিক দুর্নীতির অভিযোগও ওঠে। বর্তমানে এই প্রকল্প নিয়ে দুর্নীতির জল পৌঁছেছে আদালত চত্বরে। এদিকে কেন্দ্র ১০০ দিনের কাজের বরাদ্দ আটকে দেওয়ায় ২০২২-২৩ অর্থবর্ষ থেকে ‘কর্মশ্রী’ প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। মূলত গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে ‘কর্মশ্রী’ প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার। আর এই আবহে এবার এই প্রকল্প নিয়ে এক বড় সিদ্ধান্ত নিল সরকার।
‘কর্মশ্রী’ প্রকল্প নিয়ে বড় আপডেট
জানা গিয়েছে, গত মঙ্গলবার ‘কর্মশ্রী’ প্রকল্প (Karmashree Scheme) নিয়ে সমস্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ও দপ্তরের পদস্থ কর্তারা। দীর্ঘক্ষণ চলে সেই আলোচনা। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রতিটি দপ্তরকে এই প্রকল্পের মাধ্যমে কাজ দেওয়ার হার বাড়াতে হবে। পরিসংখ্যানের হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবর্ষের তুলনায় ২০২৪-২৫ অর্থবর্ষে ‘কর্মশ্রী’ প্রকল্পের মাধ্যমে দেওয়া মজুরি বৃদ্ধি পেয়েছে প্রায় ৩৫ শতাংশ। জানা গিয়েছে চলতি অর্থবর্ষে এই হার আরও বাড়ানো হবে। সেই সঙ্গে রাজ্য থেকে বাইরে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের কাজ আরও বেশি সুনিশ্চিত করারও নির্দেশ দেন তিনি।
টার্গেট পূরণে রাজ্য সরকার
জানা গিয়েছে, বিগত অর্থবর্ষে ৩ লক্ষ ৪৪ হাজার ৬৫৩ জন পরিযায়ী শ্রমিকের কাজ কর্মশ্রী প্রকল্পেনিশ্চিত করা হয়েছে। এমনকি ২০২৩-২৪ অর্থবর্ষে ৬৪.৩১ লক্ষ জবকার্ড হোল্ডারকে কাজ সুনিশ্চিত করে সৃষ্টি হয়েছে ২৭.৪৮ কোটি শ্রমদিবস। এবং মজুরি হিসেবে প্রদানে করা হয়েছে ৬১৯৯ কোটি টাকা। তেমনই ২০২৪-২৫ অর্থবর্ষে ৭৪.৪৬ লক্ষ জবকার্ড হোল্ডার তৈরি হয়েছে। এবং ৪২.৯২ কোটি শ্রমদিবস সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে মজুরি হিসেবে দেওয়া হয়েছে ৮৩৩৪ কোটি টাকা। সেই নিরিখে চলতি অর্থবর্ষে অন্তত ৪৫ কোটি শ্রমদিবস তৈরির টার্গেট নেওয়া হয়েছে। তবে শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, এখনও পর্যন্ত ৪ লক্ষ ৩৫ হাজার শ্রমদিবস তৈরি হয়েছে। এবং মজুরি হিসেবে মিলেছে ১১.১৮ কোটি টাকা।
আরও পড়ুন: বিকাশ ভবনে তোলপাড়! গেট ভেঙে বিক্ষোভ শুরু চাকরিহারাদের
অন্যদিকে, গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে মমতা বন্দোপাধ্যায় গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষকর্মীদের জন্য এক বড় সিদ্ধান্ত গ্রহণ করেন। বৈঠকে তিনি জানিয়ে দিয়েছেন যে শ্রম দফতরের অধীনে নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। আর সেই প্রকল্পের মাধ্যমেই চাকরি হারানো শিক্ষাকর্মীদের ‘অনুদান’ দেবে রাজ্য সরকার। গ্রুপ সি কর্মীরা পাবেন মাসে ২৫,০০০ টাকা এবং গ্রুপ ডি কর্মীরা পাবেন মাসে ২০,০০০ টাকা।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |