প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি বছর অক্ষয় তৃতীয়ার দিন দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছিল। তারপর থেকেই একাধিক বিতর্ক তৈরি হয়েছে মন্দিরকে ঘিরে। আর এই বিতর্কের মাঝেই এবার চলতি মাসে বাড়ি বাড়ি পৌঁছে যেতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ (Digha Jagannath Temple Prasad)। মিষ্টির বাক্সে করে পাঠানো হবে সেই প্রসাদ। কিন্তু সরাসরি নয়, সেই প্রসাদ তৈরি হবে স্থানীয় মিষ্টির দোকানে! এবং ‘দুয়ারে রেশনের’ আদলে এই প্রসাদ বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে।
জেলায় জেলায় বানানো হবে মিষ্টি!
নবান্ন সূত্রে জানা গিয়েছে যে, রাজ্য জুড়ে এত সংখ্যায় প্রসাদ সরাসরি পাঠানো অনেকটাই অসম্ভব। তাই এলাকার মিষ্টির দোকানগুলিতে নির্ধারিত বিধি অনুযায়ী মিষ্টি তৈরি করাতে হবে। তার জন্য জেলাগুলিকে পাঠানো হবে কিছু পরিমাণ ‘আসল’ প্রসাদ। এবং সেই প্রসাদের সামান্য অংশ ব্যবহার করেই তৈরি হবে প্রত্যেকটি মিষ্টি। আর এই পদ্ধতিতে একদিকে যেমন প্রসাদ (Digha Jagannath Temple Prasad) সরবরাহ ব্যবস্থা সহজ হবে ঠিক তেমনি দিঘার মন্দিরের প্রসাদ পেতে পারবেন সকল সাধারণ মানুষ। ইতিমধ্যেই জেলায় জেলায় মিষ্টি পাঠানোর বক্সের নকশা তৈরির তোড়জোড় চলছে।
প্রসাদ খাতে কত বরাদ্দ সরকারের?
প্রশাসনের তরফে জানানো হয়েছে যে, জেলায় জেলায় যে মিষ্টির বাক্স পাঠানো হবে তাতে মন্দিরের একটি ছবির সঙ্গে একটি পেঁড়া এবং একটি গজা রাখা হবে। এমনকি গজা ও পেঁড়ার মাপও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। একেকটি মিষ্টির জন্য ১০ টাকা করে বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ, বাক্সে দু’টি মিষ্টির জন্য মোট বরাদ্দ ২০ টাকা ধার্য করা হয়েছে।
তার সঙ্গে বাক্সে তৈরির খরচও কিছুটা যোগ করা হবে বলে জানা গিয়েছে। প্রশাসনিক কর্তাদের একাংশ জানাচ্ছেন, প্রসাদ খাতে বরাদ্দ প্রায় ৪০ কোটি টাকা। ইতিমধ্যেই জেলাগুলিকে নবান্ন জানিয়েছে যে, বাক্স এবং মন্দিরের ছবি জেলায় জেলায় পাঠানোর কাজ শুরু হবে ১২ জুন থেকে।
আরও পড়ুন: NEET-এ দুর্নীতির অভিযোগ! স্থগিত সাসপেনশন, পরীক্ষায় বসার অনুমতি দিল হাই কোর্ট
কবে থেকে বিতরণ করা হবে প্রসাদ?
জানা গিয়েছে, প্রসাদ বিতরণের কাজ শুরু হবে ১৭ জুন থেকে জেলায় জেলায়। যা ২৭ জুন, রথযাত্রার দিন বিতরণ কর্মসূচি সম্পূর্ণ করতে হবে। কোনও কারণে যদি বিলম্ব হয় তাহলে ৪ জুলাই, উল্টোরথের দিনের মধ্যে শেষ করতেই হবে সেই কাজ। তবে এই প্রসাদের সুবিধা রাজ্যের সব বাড়ির কথা বললেও আদতে প্রত্যেকটি বাড়িতে তা পৌঁছবে না। জেলা প্রশাসনগুলির একাংশ জানাচ্ছে, জেলায় মোট পরিবারের একটি অংশের কাছে তা যাবে। প্রতিটা জেলায় কমবেশি ১০ লক্ষ বাড়িতে মিষ্টির বাক্স পাঠাতে বলা হয়েছে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।