সহেলি মিত্র, কলকাতা: সকলের জন্য রইল এক দারুণ সুখবর। এবার আপনিও আপনাদের স্বপ্নের বাড়ি কিনতে বা তৈরী করতে পারবেন। আর এক্ষেত্রে আপনাকে সাহায্য করবে পশ্চিমবঙ্গ সরকার। সম্প্রতি রাজ্য মন্ত্রিসভা চেতলায় ৩৬টি এমআইজি-শ্রেণীর ফ্ল্যাট নির্মাণের অনুমতি দিয়েছে, যা ফ্রিহোল্ড ভিত্তিতে পাওয়া যাবে।
লটারি কাটুন আর জিতুন আস্ত ফ্ল্যাট বাড়ি
মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং অনুপ্রেরণায় ‘স্থায়ী ঠিকানা’ (Sthayi Thikana) নামের কলকাতা মেট্রোপলিটোন ডেভেলপমেন্ট অথরিটি নির্মিত একটি উচ্চমানের আবাসন প্রকল্প। এই প্রকল্পের আওতায় চেতলায় ফ্রিহোল্ড-এর ভিত্তিত্যে ৩৬টি এমআইজি ফ্ল্যাট বরাদ্দের জন্য আবেদনপত্র আহবান করা হচ্ছে সকলের কাছে।
এই প্রকল্পের বৈশিষ্ট্য কী?
এবার আলোচনা করে নেওয়া যাক এই প্রকল্পের বৈশিষ্ট্য কী সেই সম্পর্কে। সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ফ্ল্যাটগুলি থাকবে চেতলা সেন্ট্রাল রোডের কাছে। কালীঘাট মেট্রো স্টেশন থেকে দূরত্ব মাত্র ১ মিনিট। এখান থেকে আপনি সহজেই ধর্মতলা, শিয়ালদা এবং বিমানবন্দর পৌঁছে যেতে পারবেন।
এই বিষয়ে একজন কর্মকর্তা জানিয়েছেন, লিফট এবং ১৮টি গ্যারেজ সহ একটি বহুতল ভবনের ফ্ল্যাটগুলি লটারির মাধ্যমে বরাদ্দ করা হবে। অর্থাৎ আপনি লটারি কেটে এই ফ্ল্যাট কেনার সৌভাগ্যলাভ করতে পারে। এক নোডাল অফিসার বলেন, ‘শীঘ্রই কাজ শুরু হবে।’ এর পাশাপাশি রাজ্য মন্ত্রিসভা নোনাডাঙ্গায় ৫৩১.৩ একর জমির রেকর্ড সংশোধনের জন্যও অনুমোদন দিয়েছে।

কী কী সুবিধা মিলবে?
এই ফ্ল্যাটগুলিতে আপনি বেশকিছু আধুনিক সুযোগ সুবিধা যেমন ২৪ ঘণ্টা জল সরবরাহ, সুপরিকল্পিত নিকাশী ব্যবস্থা, লিফট, অগ্নি নির্বাপক ব্যবস্থাপনা, সুপরিকল্পিত জি+১২ কাঠামো। আবেদনপত্র সম্পর্কে বলতে গেলে,
WBRERA/P/KOL/2025/002900.
এছাড়া প্রচার পুস্তিকা সহ আবেদনপত্র আপনি আক্সিস ব্যাঙ্কের চেতলা ব্রাঞ্চ থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হবে ৬ নভেম্বর, ২০২৫ থেকে, শেষ হবে ৩০ নভেম্বর, ২০২৫।












