প্রীতি পোদ্দার, কলকাতা: সমাজ যত উন্নত হচ্ছে সাইবার ক্রাইম ততই যেন বেড়েই চলেছে। গত কয়েক বছরে এই ধরনের অপরাধ যেভাবে মাথা চারা দিয়ে উঠেছে তাতে সাইবার প্রতারকরা বহু মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা লুট করে চলেছে। তার উপর আবার দল ভারি করেছে জাল পাসপোর্ট (Fake Passport)। সম্পতি গোটা রাজ্য জুড়ে বড়সড়ো পাসপোর্ট জালিয়াতি চক্র ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে ভুয়ো গুরুত্বপূর্ণ নথি বানিয়ে একের পর এক জাল পাসপোর্ট তৈরি করা হচ্ছে। যার ফলে বাংলাদেশী জঙ্গিদের প্রভাব আরও বাড়ছে। এর জন্য আদালতের ক্ষোভের মুখে বারংবার পড়ছে রাজ্য পুলিশ। তাই এই অবস্থায় পাসপোর্ট জালিয়াতির মত ভয়ংকর সমস্যা নির্মূল করতে বিশেষ পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার।
তথ্য ভেরিফিকেশন এর জন্য আনা হচ্ছে অ্যাপ
মূলত জাল পাসপোর্ট এর ক্ষেত্রে তথ্য ভেরিফিকেশন নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়ছে রাজ্য পুলিশ। তাই সেই তথ্য সঠিক ভাবে ভেরিফিকেশন করার ক্ষেত্রে এবার আনা হচ্ছে একটি অ্যাপ। জানা গিয়েছে, এই অ্যাপের মাধ্যমে যাবতীয় নথি অনলাইনে ভেরিফিকেশন করা হবে। এরপর সেই তথ্য যাচাইকরণের পর একজন পুলিশ কর্মী আবেদনকারীর বাড়িতে যাবেন এবং সেখানে যাওয়ার পর পুলিশ আবেদনকারীর পাশাপাশি নিজের ছবি তুলবেন। সেটি ওই অ্যাপে আপলোড করতে হবে। আর এর মাধ্যমে খুব সহজেই বোঝা যাবে সংশ্লিষ্ট আবেদীনকারীর পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে কোন পুলিশকর্মী যুক্ত রয়েছেন।
বন্ধ হবে জাল পাসপোর্টের দাপট
এছাড়াও পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে আধার কর্তৃপক্ষের সঙ্গেও চুক্তি হয়েছে। কারণ জাল আধার কার্ড এর বাড়বাড়ন্ত শুরু হয়েছে। তাই সংশ্লিষ্ট আবেদনকারীর আধার খতিয়ে দেখার জন্য এই অ্যাপে আধার স্ক্যান করা হবে। তাতে সহজেই বোঝা যাবে সংশ্লিষ্ট আবেদনকারীর আধার আসল নাকি জাল। যদি এই অ্যাপ সঠিকভাবে চালনা করা যায় তাহলে আশা করা যাচ্ছে ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরি বন্ধ হবে। পাশাপাশি কোনওভাবেই জাল নথি দেওয়ার সুযোগ থাকবে না।
প্রসঙ্গত, কিছুদিন আগে কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে কোথায় কোথায় গাফিলতি রয়েছে তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে পুলিশ বাহিনীকে। এবং ভেরিফিকেশনের ক্ষেত্রে কী কী গাইডলাইন মেনে চলতে হবে তা নিয়ে বিশেষ নির্দেশিকা চালু করেছে লালবাজার। সবমিলিয়ে জাল পাসপোর্ট রুখতে বেশ সক্রিয় ভূমিকা পালন করতে চলেছে রাজ্য সরকার।