Indiahood-nabobarsho

বাজেটে এতটা বাড়তে পারে বাংলার সরকারি কর্মীদের DA

Published on:

da hike wb Dearness Allowance

শ্বেতা মিত্র, কলকাতাঃ সকলেই এখন একটা বিষয় নিয়ে জোরদার আলোচনা করছেন। আর সেটা হল কেন্দ্রীয় বাজেট ২০২৫। বাজেটে কেন্দ্রীয় সরকার কী কী সিদ্ধান্ত নেয় সেদিকে পাখির চোখ রয়েছে সাধারণ মানুষের। অন্যদিকে বাংলার সরকারি কর্মীরাও এখন সরকারের দিকে তাকিয়ে রয়েছেন কারণ এবার হতে চলেছে রাজ্য বাজেটও। আর এই রাজ্য বাজেটে সকলের জন্য কী কী রয়েছে তা জানার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন সকলে। বিশেষ করে সরকারি কর্মীরা। তাঁদের ডিএ বৃদ্ধি সম্পর্কিত কোনো সিদ্ধান্ত মমতা বন্দোপাধ্যায়ের সরকার নেয় কিনা সেই নিয়ে উঠছে প্রশ্ন। যদিও এখন অন্য কথা শোনা যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে, বাজেটে সরকারি কর্মীদের কপাল খুললেও খুলতে পারে। বাড়তে পারে ডিএ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বাড়তে চলেছে ডিএ?

মাসের পর মাস বছরে পর বছর ধরে বকেয়া এবং বর্ধিত মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির দাবিতে বাংলা সরকারি কর্মীরা রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখেই চলেছেন। একদিকে যখন কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের সরকারি কর্মচারীরা ৫০ থেকে ৫৩ শতাংশ হারে DA পাচ্ছেন সেখানে বাংলা সরকারি কর্মীরা মাত্র ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। ফলে স্বাভাবিকভাবেই তাদের ক্ষোভের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। সেই সঙ্গে চলছে একের পর এক বিক্ষোভ আন্দোলন। তবে এবার শোনা যাচ্ছে, বাংলা সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি সম্পর্কে আলোচনা করছে রাজা সরকার হ্যাঁ ঠিকই শুনেছেন।

ষষ্ঠ বেতন পে কমিশনের আওতায় এবার সকলের ডিএ বৃদ্ধি হলেও হতে পারে চলতি বছরের বাজেটে। বাংলা সরকারি কর্মীদের দিয়ে বৃদ্ধি সম্পর্কে রাজ্যের অর্থ দফতরের অন্তরে জোরালো আলোচনা চলছে বলে জানা যাচ্ছে। একাধিক রিপোর্টে উঠে এসেছে, বাজেটে কত শতাংশ ডিএ বাড়ানো হবে, তা নিয়ে অর্থ দফতরের অভ্যন্তরে আলোচনা চলছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এতটা বাড়বে ডিএ?

এখন নিশ্চয়ই ভাবছেন যে কত শতাংশ ডিএ বাড়বে সরকারি কর্মীদের? অর্থ দফতরের একটি মহলের তরফে দাবি করা হয়েছে যে বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের একলপ্তে চার শতাংশ থেকে ছয় শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে। উল্লেখ্য, ২০২৩ সালের ২৫ এ ডিসেম্বর রাজ্য সরকারি কর্মীদের তিন শতাংশ DA বৃদ্ধি করে। এরপর ২০২৪ সালের রাজ্য বজায় পেশ করার সময় সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা এক ধাক্কায় চার শতাংশ বাড়ানো হয়। তারপরেও সরকারি কর্মীরা বিক্ষোভ আন্দোলন অব্যাহত রাখেন।

আরও পড়ুনঃ EPF-এ ব্যাঙ্কের বিবরণ ঠিক আছে? সহজ পদ্ধতিতে করুন আপডেট

রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, আদতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক ৩৯ শতাংশের বেশি। ফলে আগামী দিনে কি হয় এখন সেটাই দেখার।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group