Indiahood-nabobarsho

আসবে ২০টি দেশ, হতে পারে AI হাবের ঘোষণা, বাণিজ্য সম্মেলন ২০২৫-র দিনক্ষণ জানাল রাজ্য

Published on:

west begal government prepairing for bengal global business summit 2025 in new town

পার্থ সারথি মান্না, কলকাতাঃ ফেব্রুয়ারি মাস শুরুর আগে থেকেই একেরপর এক ঘোষণা এসেই চলেছে। ১লা তারিখে ইউনিয়ান বাজেট প্রকাশ করবেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামানা। তার ১১ দিনের মাথায় বিধাসভায় পেশ হবে রাজ্যের বাজেট। এরই মাঝে জানা যাচ্ছে নিউটাউনে শুরু হতে চলেছে শিল্প সম্মেলনি (Bengal Global Business Summit)। আগামী ৫ ও ৬ তারিখ বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের আয়োজন করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

শুরু হচ্ছে বাংলার বাণিজ্য সম্মেলনী

কলকাতর নিউটাউনেই আয়োজন হতে চলেছে বাণিজ্য সম্মেলন ২০২৫ এর। যেখানে ২০ টি দেশ আসতে চলেছে। আইটি, সেমি কন্ডাক্টর থেকে বস্ত্র, চর্ম ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হতে পারে। এই সম্মেলন থেকেই রাজ্যের AI Hub এর ঘোষণা করতে পারে ITC Infotec এমনটাই আশা করা হচ্ছে। যদিও এবছর কত টাকার বিনিয়োগ হতে পারে বাংলায় সেটা এখনও স্পষ্ট নয়।

সেমি কন্ডাক্টর ও AI সেক্টরে ফোকাস রাজ্যের

ইতিমধ্যেই কোন সেক্টরে কতটা বিনিয়োগ হওয়া প্রয়োজন, আর কোথায় বেশি করে বিনিয়োগের চেষ্টা করতে হবে সেই নিয়ে তালিকা প্রস্তুতির কাজ চলছে। জানা যাচ্ছে, সরকার চাইছে সেমি কন্ডাক্টর থেকে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মত সেক্টরে বেশি করে জোর দিতে। কারণ গতবছরই ইউএস সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জো বাইডেনের মধ্যে কলকাতায় সেমি কন্ডাক্টর হাব তৈরির ঘোষণা হয়েছিল।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এখনও কাটেনি তাজপুরের জট

বাণিজ্য সম্মেলনির আয়োজন শুরু হলেও তাজপুর বন্দরের জট আজও একই জায়গা রয়ে গিয়েছে। প্রাথমিক আলোচনার পর কাজ শুরু হতেই এক দশকেরও বেশি সময় লেগেছিল। এরপর ২০২২ সালে গ্লোবাল টেন্ডার ঘোষণা করার পর রাজ্য সরকারের কাছে লেটার অফ ইনটেন্ট জমা দেওয়া হয়ে আদানি গোষ্ঠীর তরফ থেকে। এরপর থেকে প্রায় ৩ বছর কেটে গেলেও এক ফোটাও এগোয়নি কাজ।

আরও পড়ুনঃ বাজেটের আগেই বড় উপহার! অজস্র পদে নিয়োগের সিদ্ধান্ত নবান্নর, কারা পাবেন চাকরি?

স্থানীয়দের মতে, জমি সমস্যার কারণেই থমকে ইজিয়েছে তাজপুর বন্দরের কাজ। আদানি গোষ্ঠীর তরফ থেকে সার্ভে করতে এসেছিল প্রতিনিধি দল। মাটি পরীক্ষা থেকে শুরু করে মাপঝোপও করা হয়েছিল। কিন্তু অফিস খোলেনি, তালাবন্ধ হয়েই পরে রয়েছে সব। রাজ্য নিজে উদ্যোগী হয়ে আদানি গোষ্ঠীকে জমি না দিলে তাজপুর বন্দরের ভবিষ্যৎ অন্ধকার বলেই মত অধিকাংশের।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group