রাজ্যের ইটভাটাগুলি নিয়ে বড় পদক্ষেপ নবান্নর

Published on:

it bhata west bengal nabanna

শ্বেতা মিত্র, কলকাতা: রাজ্যে থাকা ইটভাটাগুলিকে নিয়ে বড় সিদ্ধান্তের পথে হাটল নবান্ন। বছর ঘুরলেই রয়েছে বিধানসভা ভোট। আর এই ভোটের আগেই বড় সিদ্ধান্ত নিল মমতা বন্দোপাধ্যায়ের সরকার। মূলত রাজ্যে যতগুলি বেআইনি ইটভাটা রয়েছে এখন সেগুলিকে আইনি করার প্রক্রিয়া শুরু করল সরকার বলে খবর। আগামী দিনে যদি আপনারও ইটভাটা রাখার পরিকল্পনা হয়ে থাকে তাহলে আজকের এই লেখাটি আপনার পড়ে নেওয়া জরুরি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ইটভাটা নিয়ে বড় পদক্ষেপ রাজ্যের

নবান্ন সূত্রে খবর, রাজ্যজুড়ে প্রত্যেকটি ইটভাটাগুলিকে এবার রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য রাজ্য আনছে একটি পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে প্রত্যেকটি ইটভাটাকে তাদের ভাটার জায়গা-সহ প্রত্যেকটি তথ্য নথিবদ্ধ করতে হবে। মূলত স্বচ্ছতা বজায় রাখতে এই সিদ্ধান্ত বলে খবর।

আগামী দিনে ইটভাটা করা সহজ হবে না। কাজের ক্ষেত্রে যাতে সমস্যা না হয় সেজন্য ইট ভাটার মালিকদের আগে রাজ্যের তৈরী করা পোর্টালে সবকিছু নথি আপলোড করতে হবে। তারপর সরকার সিদ্ধান্ত নেবে কত টাকার রয়ালিটি দিতে হবে ওই ইটভাটা গুলিকে। সেই রয়ালিটি দেওয়ার পরেই প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হবে ইটভাটা গুলিকে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ থমকে যাবে রেল পরিষেবা? অনশনে নামলেন রাজ্যের ২০ হাজার লোকো পাইলট

রাজ্যের বিশেষ পোর্টাল

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে এই পোর্টাল আনার উদ্দেশ্য কী সরকারের? বেআইনি ইটভাটাকে আইনি করার পাশাপাশি রাজ্যের রাজস্ব সংগ্রহ করার জন্য এই পোর্টালটি লঞ্চ করবে সরকার। সেইসঙ্গে ইটভাটা গুলি সঠিক তথ্য অন্তর্ভুক্ত করছে নাকি তার জন্য প্রত্যেকটি ইটভাটা গুলিতে বিএলআরওরা স্ব-শরীরে পরিদর্শনও করবে। যাইহোক, আগামী দিনে নবান্নের এই সিদ্ধান্ত কতটা কার্যকর হয় সেদিকে নজর থাকবে সকলের।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group