এবার পুলিশি ট্রেনিং, সিভিক ভলান্টিয়ারদের নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের! সুযোগ পাবেন এরা

Published on:

civic volunteer government of west bengal

শ্বেতা মিত্র, কলকাতাঃ আরজি কর কাণ্ডকে ঘিরে বর্তমানে উত্তপ্ত হয়ে রয়েছে সমগ্র বাংলা। গত আগস্ট মাসের আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ডিউটিরত এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে রয়েছে বাংলা তথা সমগ্র দেশ। এই ঘটনা সমগ্র দেশকে দাড়িয়ে রেখে দিয়েছে। ঘটনায় অভিযুক্ত পেশায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রাই। এদিকে এই ঘটনার পর থেকে সিভিক ভলেন্টিয়ার পদ নিয়ে বারবার প্রশ্ন উঠতে শুরু করেছে। আদৌ প্রশাসনে আর এই পদটা রাখা হবে কিনা তা নিয়েও বারবার কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা করা হয়েছে। যাইহোক এবার এ সকল ঘটনার মাঝেই এবার এই সিভিক ভলেন্টিয়ার পদ নিয়ে বড়সড় সিদ্ধান্তের পক্ষে হাঁটল রাজ্য সরকার। আপনিও যদি পেশায় সিভিক ভলেন্টিয়ার হয়ে থাকেন তাহলে আজকের প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। কালীপুজোর কিছুদিন বাকি থাকতে জেনে নিন পশ্চিমবঙ্গ সরকার কী এমন সিদ্ধান্ত নিয়েছে।

সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে বড় সিদ্ধান্ত

WhatsApp Community Join Now

এখন আপনার মনেও নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে সরকার কী এমন সিদ্ধান্ত নিয়েছে? তাহলে জানিয়ে রাখি, এবার কলকাতা পুলিশে কর্মরত সিভিকদের একটি বিশেষ ট্রেনিং এর মধ্যে দিয়ে যেতে হবে। আর এই বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করবে লালবাজার।

সূত্রের খবর, ২১ দিনের নন-রেসিডেনসিয়াল প্রশিক্ষণ দেবে কলকাতা পুলিশ। নভেম্বর মাস থেকেই শুরু হবে বিশেষ প্রশিক্ষণ। প্রথম দফায় আগামী ৪ নভেম্বর থেকে শুরু হবে এই প্রশিক্ষণ শিবির। প্রথম দফায় ১৬০ জন সিভিক ভলান্টিয়ারকে পুলিশ ট্রেনিং স্কুলে প্রশিক্ষণ দেওয়া হবে। নামের তালিকাও জমা দেওয়ার প্রক্রিয়া দ্রুত শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যতদূর জানা যাচ্ছে, আগামী ২৮ অক্টোবরের মধ্যে এই প্রথম দফার নামের তালিকা জমা করতে হবে।

পুলিশে রদবদল

এদিকে কালীপুজোর আবহে রাজ্য পুলিশেও ব্যাপক বদল ঘটানো হয়েছে। কলকাতা পুলিশের সশস্ত্র ব্যাটালিয়ন থেকে মোট ১২৯৩ জন কনস্টেবলকে বিভিন্ন ডিভিশনে বদলি করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) মীরজ খালিদ এই নির্দেশে স্বাক্ষর করেছেন। শহরের হাসপাতালগুলি থেকে সিভিক ভলেন্টিয়ারদের সরানোর পরে এই কনস্টেবলদের একটি অংশ হাসপাতালে মোতায়েন হওয়ার সম্ভাবনা রয়েছে। সফল প্রশিক্ষণের পর ২২০০ জন নতুন কনস্টেবলও কলকাতা পুলিশের ১০ ব্যাটেলিয়নে যোগ দিয়েছেন। পুলিশ জানিয়েছে যে এটি বিশেষত কালীপুজোর আগে পুলিশের শক্তি বাড়িয়ে তুলবে এবং সিভিল ডিফেন্স এবং এনসিসি ক্যাডেটদের মতো তৃতীয় স্তরের ইউনিটগুলির উপর নির্ভরতা হ্রাস করবে।

পুলিশ জানিয়েছে যে তারা ছয় মাস ধরে প্রশিক্ষণ নিয়েছিল, তাদের একটি অংশকে এই বছরের লোকসভা নির্বাচন এবং আরজি কর সম্পর্কিত বিক্ষোভের সময় ডিউটিতে রাখা হয়েছিল। শহরের হাসপাতালগুলি থেকে সিভিক ভলান্টিয়ারদের সরিয়ে দেওয়ার পর লোকবল সংকটে পড়েছে বাহিনী বলে খবর। সেইজন্য এই সিদ্ধান্ত।

সঙ্গে থাকুন ➥
X