কালীপুজোয় রেশন কার্ডে বেশি সামগ্রী, মহিলাদের ১০০০ টাকা! দীপাবলি উপহার সরকারের

Published on:

rationing west bengal

শ্বেতা মিত্র, কলকাতাঃ রাত পোহালেই রয়েছে কালীপুজো। আর এই কালীপুজোর আগেই রাজ্যের লক্ষ লক্ষ মানুষকে বিরাট উপহার দিল পশ্চিমবঙ্গ সরকার। আসলে উৎসবের আবহে রাজ্যের লক্ষ্য লক্ষ্য মানুষকে রেশন ব্যবস্থা নিয়ে বড়সড় স্বস্তি দিয়েছে বাংলা সরকার। উৎসবের আবহে যাতে সকলের হেঁশেল ফুলেফেঁপে ওঠে তার জন্য বড় সড় ব্যবস্থা করা হয়েছে। মিলবে এবার কেজি কেজি অতিরিক্ত রেশন। হ্যাঁ ঠিকই শুনেছেন। শুধু এখানেই শেষ নয়, কালীপুজোর পরপরই লক্ষ্মীর ভান্ডারে মহিলারা পাবেন ১ হাজার থেকে ১২০০ টাকা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মিলবে বাড়তি রেশন

এখনো অবধি বাংলা তথা গোটা দেশে কিছু মানুষ রয়েছেন যারা একবেলা খেলে অন্য বেলা কী খাবেন তা নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করে দেন। যাই হোক সময়ের কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজ্য সরকারের তরফে সাধারণ মানুষকে বিনামূল্যে রেশন প্রদান করা হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম ঘটবে না। বিশেষ করে যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে বিনামূল্যে রেশন সামগ্রী লাভ করে থাকেন তাঁদের মুখে হাসি ফুটতে চলেছে। রাজ্যের খাদ্য দপ্তর এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সকলকে বাড়তি রেশন ও টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্ত্যোদয় রেশন কার্ড

আপনার কাছে কি অন্ত্যোদয় রেশন কার্ড রয়েছে? তাহলে উৎসবের আবহে একদম সম্পূর্ণ বিনামূল্যে পরিবার পিছু ২১ কেজি চাল, পুষ্টিযুক্ত আটা ১৩ কেজি, চিনি ১ কেজি প্ৰয়ে যাবেন। এরইসঙ্গে অতিরিক্ত ১ কেজি ভর্তুকিযুক্ত ময়দা ৩০ টাকা কেজি দরে দেওয়া হবে রেশন কার্ডধারীদের।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত কার্ড

১) প্রতি কার্ডে ৩ কেজি চাল।
২) প্রতি কার্ডে পুষ্টিযুক্ত আটা ১ কেজি ৯০০ গ্রাম।

RKSY-1 কার্ড

১) প্রতি কার্ডে ৫ কেজি চাল দেওয়া হবে।

RKSY-2 কার্ড

১) প্রতি কার্ডে ২ কেজি চাল দেওয়া হবে।

১০০০, ১২০০ টাকা দেবে সরকার

যারা মহিলা তারাও এই উৎসবের আবহে খুশি হয়ে যাবেন। কারণ লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা ১০০০ টাকা এবং অনগ্রসর শ্রেণীর মহিলারা ১২০০ টাকা করে পেয়ে যাবেন। সেই সঙ্গে যারা বিধবা তারা ভাতা হিসেবে নভেম্বর মাসেই ১০০০ টাকা পেয়ে যাবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group