সহেলি মিত্র, কলকাতাঃ রেশন (Ration) ব্যবস্থায় স্বচ্ছতা আনতে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের খাদ্য দফতরের তরফে জানানো হয়েছে, রেশন দোকানে দোকানে খাদ্যসামগ্রী নির্ধারিত সময়ের আগে যাতে পৌঁছায় তা নিশ্চিত করতে হবে। গম থেকে শুরু করে চাল ও অন্যান্য সামগ্রী আগেভাগে দোকানে এনে মজুত করতে বলা হয়েছে। এমনকি কত শতাংশ জিনিস আগে পরে আসবে সেটাও বলে দেওয়া হয়েছে।
নির্দেশিকা জারি খাদ্য দফতরের
ইতিমধ্যে এই বিষয়ে রাজ্য খাদ্য দফতরের তরফে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। আর সেটা অনুযায়ী, গম ও চালের বরাদ্দ রেশন ডিলারদের হাতে পৌঁছাতে হবে আগের মাসের ২৫ তারিখের মধ্যে। আটার ক্ষেত্রে ৭০ শতাংশ বরাদ্দ আগের মাসের শেষ তারিখের মধ্যে, আর বাকি ৩০ শতাংশ ওই মাসের ৫ তারিখের মধ্যে সরবরাহ করতে হবে। মূলত রেশনের অভাবে যাতে সাধারণ মানুষকে ফিরে যেতে না হয় সেজন্য এই ব্যবস্থা। সেইসঙ্গে এভাবে রেশন বণ্টন ব্যবস্থায় স্বচ্ছতাও আসবে বলে মনে করছে বিশিষ্ট মহল।
আরও পড়ুনঃ রথের আগে বিরাট সুখবর! হু হু করে দাম কমছে সোনা-রুপোর, আজকের রেট
অন্যদিকে সরকারের ঘর থেকে ইতিমধ্যে রেশন ডিলারদের কাছে এই নির্দেশিকা পৌঁছে গিয়েছে। নড়েচড়ে বসেছে সকলে। তবে অনেকের মধ্যে এই নিয়ে নানান প্রশ্নও দানা বাঁধতে শুরু করেছে। প্রশ্ন তুলেছেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু।
নির্দেশিকা ঘিরে ধোঁয়াশা!
বিশ্বম্ভর বসু জানিয়েছেন, ‘খুব বেশি পরিমাণে আগাম খাদ্য পাঠানো হলে মজুত করে রাখার সমস্যা দেখা দিতে পারে। দোকানের পরিকাঠামো সীমিত। বিষয়টি আমরা খাদ্য দফতরকে জানিয়েছি।’ যাইহোক, জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের অধীন গ্রাহকদের জন্য নির্ধারিত খাদ্য অন্তত ৪৫ দিন আগে তুলে নেওয়ার পরামর্শ দিয়েছে রাজ্যের খাদ্য দফতর।