১২০০ কোটিতে মুড়িগঙ্গার উপর ব্রিজ, ডেডলাইন দিল পশ্চিমবঙ্গ সরকার! সহজ হবে গঙ্গাসাগর যাওয়া

Published on:

gangasagar

প্রীতি পোদ্দার, কলকাতা: গত ২০ বছর ধরে সাগরদ্বীপে (Sagar Island) যাতায়াতের সমস্যা লেগেই রয়েছে। এমনিতেই সাগরদ্বীপে ২ লক্ষেরও বেশি মানুষের বাস। তার উপর গঙ্গাসাগর মেলা ছাড়াও বছরভর এখানে পুণ্যার্থীরা আসেন। সেক্ষেত্রে যাতায়াতের সমস্যা অনেক। তার উপর সাগরদ্বীপ থেকে ধান পান-সহ মরসুমের আনাজ আসে কাকদ্বীপ বাজারে। সেক্ষেত্রে ভেসেল এবং বার্জই একমাত্র ভরসা। রোগীদেরকেও নদী পেড়িয়ে আনতে হয় শহরে। তাই এবার বড় উদ্যোগ নিতে চলেছে সরকার।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

২০২৯-র জানুয়ারির মধ্যে তৈরি হবে সেতু!

জানা গিয়েছে, এবার ‘‌গঙ্গাসাগর সেতু’‌ গড়ে তুলতে উদ্যোগ নিয়ে চলেছে রাজ্য সরকার। যেখানে স্থলভাগের মূল ভুখণ্ডের সঙ্গে জুড়ে যেতে চলেছে সাগরদ্বীপ। তাই মুড়িগঙ্গা নদীর উপরে সেতু তৈরির তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, আগামী চার বছরের মধ্যে অর্থাৎ ২০২৯ এর জানুয়ারির মধ্যে এই সেতু গড়ে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকারের পূর্ত দফতর। আর এই সেতু তৈরি হয়ে গেলেই পুণ্যার্থীদের বিরাট উপকার হবে। তখন কলকাতা থেকে সোজা গাড়ি নিয়ে কপিল মুনির আশ্রম পর্যন্ত চলে আসতে পারবেন। আর ভেসেলে করে আর নদী পারাপার হতে হবে না। ইতিমধ্যেই এই সেতুর কাজ শেষের সময়সীমা বেঁধে দিয়ে দরপত্র জারি করেছে রাজ্য সরকার।

সেতু নির্মাণের জন্য টাকা দেয়নি কেন্দ্র

রাজ্য সরকার এই সেতু নির্মাণে কোষাগার থেকে খরচ করবে প্রায় ১ হাজার ৪৩৯ কোটি টাকা। তবে এই সেতু গড়ে তোলার কথা ছিল কেন্দ্রীয় সরকারের। ৬ বছর আগে তাজপুর বন্দরের অংশীদার হবে বলেছিল রাজ্য সরকার। যার বদলে কেন্দ্রীয় সরকারকে এই ‘‌গঙ্গাসাগর সেতু’‌ নির্মাণ করে দেওয়ার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কোনও ইতিবাচক পদক্ষেপ নেয়নি কেন্দ্রীয় সরকার বলে অভিযোগ। গতকাল অর্থাৎ শুক্রবার,রাজ্যের সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা বিধানসভায় অভিযোগ করেন, কুম্ভমেলার জন্য বিপুল পরিমাণ অর্থ খরচ করলেও গঙ্গাসাগর যাওয়ার সেতু নির্মাণের জন্য টাকা দেয়নি কেন্দ্র। তাই এই পরিস্থিতিতে সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় খরচ রাজ্যের পূর্ত দফতরই জোগাবে বলে জানান তিনি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

গত বছর অর্থাৎ ২০২৩ সালে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই রাজ্য সরকারের খরচে গঙ্গাসাগর সেতু নির্মাণের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুড়িগঙ্গায় ৩.১ কিলোমিটার দীর্ঘ চার লেনের সেতু নির্মাণের জন্য গত বাজেটে ১২০০ কোটি টাকা বরাদ্দের কথা জানায় রাজ্য। এর মধ্যে প্রথম বছরের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group