প্রীতি পোদ্দার, কলকাতা: দিনে দিনে যেমন সমাজের বিভিন্ন কার্যকলাপ প্রযুক্তিনির্ভর হয়ে উঠেছে, ঠিক তেমনই স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রেও এখন প্রযুক্তির দাপট বেশ দেখা যাচ্ছে। বর্তমানে ইউরোলজি, শল্য, হৃদরোগ, গ্যাস্ট্রোএন্টেরোলজি, স্ত্রী রোগ, হেড অ্যান্ড নেক, স্তন, ক্যানসারের মত জটিল অস্ত্রোপচারে রোবোটিক সার্জারির প্রয়োজনীয়তা বেড়েই চলেছে। ইতিমধ্যে একাধিক বেসরকারি হাসপাতালে রোবোটিক সার্জারি করা শুরু হয়ে গিয়েছে। সেক্ষেত্রে কাজ নিখুঁত হলেও খরচে অনেক বেশি পড়ে যাচ্ছে। যা মধ্যবিত্তদের নাগালের বাইরে। কিন্তু এবার সেই সার্জারি মধ্যবিত্তরাও করতে পারবে, তাও আবার বিনামূল্যে। এমনই সুযোগ দিচ্ছে রাজ্য সরকার।
স্বাস্থ্য ব্যবস্থায় এক বড় উদ্যোগ সরকারের
সূত্রের খবর, এবার রাজ্য সরকারি হাসপাতালেও অস্ত্রোপচার করতে চলেছে এক রোবট। আর এই সরকারি হাসপাতালগুলির মধ্যে প্রথম এসএসকেএমে (SSKM Hospital) চালু হতে চলেছে রোবোটিক সার্জারি। পূর্ব ও উত্তর পূর্ব ভারতের মধ্যে সর্বপ্রথম পশ্চিমবঙ্গে এই রোবোটিক সার্জারির রোবট বসতে চলেছে। জানা গিয়েছে কেমব্রিজ মেডিকেল রিসার্চ- নামে ব্রিটেনের কোম্পানির রোবট দ্রুত বসতে চলেছে এসএসকেএম হাসপাতালে। রোবটের পাঁচটা হাত থাকবে, যার মধ্যে একটায় ধরা থাকবে ক্যামেরা। বাকি চার হাতে সে করবে কিডনি, প্রস্টেট, ওপেন হার্ট, গাইনোকলজি, হেড অ্যান্ড নেক সার্জারি। ৫ কোটি ৭৫ লাখ প্লাস ট্যাক্স এই রোবটের দাম। তবে সবমিলিয়ে এই রোবটের মোট দাম পড়ছে ৬ কোটি ৪৪ লাখ টাকা। সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করার পর গত সোমবার স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশিকা জারি করে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।
কী এই রোবটিক সার্জারি?
আসলে রোবোটিক সার্জারি হল রোবোটিক হাতের সঙ্গে সংযুক্ত খুব ছোট সরঞ্জাম ব্যবহার করে মানব দেহে অস্ত্রোপচার করার একটি চিকিৎসা পদ্ধতি। তবে এই কাজ এক রোবট করবে না। এক্ষেত্রে সার্জন একটি কম্পিউটার দিয়ে রোবোটিক হাত নিয়ন্ত্রণ করবে অর্থাৎ রোবটের গতিবিধি নির্দেশ করবেন। চিকিৎসকের সামনে থাকবে একটি থ্রিডি স্ক্রিন। তার সাহায্যে তিনি রোবটকে নির্দেশ দেবেন কীভাবে অস্ত্রোপচার হবে। এক্ষেত্রে রোগীর বেড থেকে কিছুটা দূরে থেকে এই অস্ত্রোপচার নিয়ন্ত্রণ করা হবে। সেক্ষেত্রে কোনও রোগীর পেটের ভিতরে যদি টিউমার থাকে তাহলে চিকিৎসকের নির্দেশ মতো এই রোবট পেটের মধ্যে ছোট ছিদ্র করে তাতে ক্যামেরা ঢোকাবে। তারফলে সার্জন দেখতে পাবেন কোথায় টিউমার রয়েছে। সেই মতোই তিনি রোবটকে অস্ত্রোপচারের নির্দেশ দেবেন।
আরও পড়ুনঃ বাকিতে বিরিয়ানি না দেওয়াই হল কাল, ব্যবসায়ীর মাথা ফাটালেন তৃণমূল কর্মী
প্রসঙ্গত ২০১৯ সালে গুরুগ্রামের সংস্থা এসএস ইনোভেশন পরীক্ষামূলকভাবে রোবট তৈরি করেছে। তাদের তৈরি প্রথম দেশীয় রোবট এসএসআই মন্ত্র ২০২২ থেকে হাসপাতালগুলিতে ব্যবহার শুরু করেছে। তবে এই সংস্থা সম্প্রতি ওই রোবটের তৃতীয় সংস্করণ নিয়ে এসেছে। জানা গিয়েছে দেশের ৭৫টি হাসপাতালে ওই রোবট ব্যবহার করা হয়। যার ফলে এতে জটিল অস্ত্রোপচার সম্ভব হবে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |